মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

'আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি' এই সেস্নাগানকে সামনে রেখে নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববারর্ যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

সিলেট অফিস জানিয়েছে, রোববার (১৩ অক্টোবর) সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। এ সময় তিনি বলেছেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর কোনো না কোনো দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। আগাম সতর্কবার্তার ওপর ভিত্তি করে দুর্যোগ আঘাত হানার আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুলবুল। আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক সুবর্ণা সরকার, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক জামিল চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান চৌধুরী লাভিব ইয়াছির, প্রকল্প ব্যবস্থাপক (এফআইভিডিবি) ফারহানা আক্তার, জেলা সমন্বয়ক (ব্র্যাক) অনিক আহমেদ, উপ-সহকারী আবহাওয়াবিদ আব্দুল মঈদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের কমিউনিটি স্বেচ্ছাসেবক লিটন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্মদ হিরন।

স্টাফ রিপোর্টার, ভোলা জানান, সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকের্ যালি বের হয়।র্ যালি শেষে অগ্নিকান্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভোলা ফায়ার সার্ভিসের সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবকরা অংশ নেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান। স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন, সিপির উপ-পরিচালক আব্দুর রশিদ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক লিটন আহম্মেদ, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী সদস্য ও সাবেক যুব প্রধান আদিল হোসেন তপু প্রমুখ।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় স্থানীয় ইসলামিয়া হাইস্কুল মাঠে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ। বক্তব্য দেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শরিফুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ, প্রধান শিক্ষক এহছানুল কবির, এসকেএস প্রতিনিধি আশরাফুল ইসলাম, এনজিও প্রতিনিধি মোশাররফ হোসেন, আবু সাইদ তুহিন প্রমুখ।

মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি থেকের্ যালি বের করা হয়?। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এ সময় স্থানীয় সরকার উপ-পরিচালক শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তানভীর হাসান রুমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম, হাবিবুর রহমান, শেখ তৌহিদুল কবীর, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ, উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যরা।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি। প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ডা. ইউসুফ হাবীব, পলস্নী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, ফায়ার সার্ভিস কালীগঞ্জ উপজেলা শাখার ইনচার্জ আবুবকর, সাংবাদিক রিয়াদ হোসাইন, শিক্ষার্থী সিয়াম আহমেদ প্রমুখ।

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার বারহাট্টায় ইউএনও ফারজানা আক্তার ববির সভাপতিত্বে ও পিআইও উবায়েদ উলস্নাহ খানের সঞ্চালনায় কমিউনিটি ইনিসিয়েটিভ সোসাইটির প্রকল্প কর্মকর্তা নিপম চাকমা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমীন, ভোরের ডাকের বারহাট্টা প্রতিনিধি লতিবুর রহমান খান, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ (ভারপ্রাপ্ত) জহির প্রমুখ বক্তব্য রাখেন।

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন পিআইও সাঈদা দিলরুবা সুলতানা। ফকিরহাট মডেল থানার এসআই ওহিদুর ইসলাম, ফায়ার সার্ভিসের গ্রম্নপ লিডার মো. মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়া, সাংবাদিক মান্না দে, শেখ সৈয়দ আলী উপস্থিত ছিলেন।

বিরল (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বিরলে ইউএনও বহ্নি শিখার সভাপতিত্বে এবং পিআইও জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এসি ল্যান্ড ও পৌর প্রশাসক ইশতিয়াক আহমেদ, উপজেলা আইসিটি অফিসার জাকির হোসেন, বিরল প্রেস ক্লাব আহ্বায়ক আতিউর রহমান, এনজিও প্রতিনিধি পলস্নীশ্রী'র প্রকল্প ব্যবস্থাপক মাসুদুর রহমান প্রমুখ।

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বোচাগঞ্জে ভারপ্রাপ্ত ইউএনও সাইফুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পিআইও মনসুর রহমান, বিদ্যালয়ের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, হাজী মাহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি ফয়সাল মোস্তাক প্রমুখ। এ সময় সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সফিকুল ইসলাম, সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব শামসুল আলম, সদস্য সাজ্জাদুল আযম, লতিফুল ইসলাম ফুল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুরে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও ফারাশিদ বিন এনাম, পিআইও রেজাউল হক, বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, ফায়ার স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।

\হআখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলোচনা সভায় ইউএনও গাজালা পারভিন রুহির সভাপতিত্বে উপস্থিত ছিলেন পিআইও তাপস চক্রবর্তী, আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী কর্মকর্তা ইদ্রিস আলী, ফায়ার ফাইটার বিলস্নাল মিয়া, কাসেম মিয়া, মিন্টু প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে এসি ল্যান্ড আসমা উল হুসনার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পিআইও হাবীবুর রহমান সুমন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার হাসেন আলী।

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর চারঘাটে ইউএনও সানজিদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পিআইও ফরহাদ লতিফ। উপস্থিত ছিলেন এসি ল্যান্ড আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আরিফুল ইসলাম, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে ভারপ্রাপ্ত ইউএনও ও এসি ল্যান্ড ফয়সাল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পিআইও আব্দুল হান্নান, উপ সহকারী পাট কর্মকর্তা এবিএম কামাল আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী এলজিইডি শামীম আলম, ফিলিপনগর ইউপির প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ।

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের গোসাইরহাটে পিআইও ইকবাল কবিরের সঞ্চালনায় ইউএনও আহমেদ সাব্বির সাজ্জাদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আজাদ মিয়া, গোসাইরহাট ফায়ার স্টেশন অফিসার আবুল বশার প্রমুখ।

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি জানান, লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা চত্বরে ইউএনও আতিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসি ল্যান্ড দুলাল হোসেন, পিআইও মাইদুল ইসলাম শাহ, ফায়ার সার্ভিসের একটি টিম ও গণ উন্নয়ন কেন্দ্রের ফিল্ড অফিসার রবিউল হাসান প্রমুখ।

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে ইউএনও হাসান বিন মুহাম্মাদ আলীর সভাপতিত্বে ও পিআইও শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসি ল্যান্ড এস এম আলামিন, প্রাণিসম্পদ কর্মকর্তা মহিউদ্দিন, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মারুফ হেসেন, উপজেলা সমাজসেবা অফিসার মাশহিদুল হক, পরিবার পরিকল্পনা অফিসার সোহাগ হোসেন, শিক্ষা অফিসার খলিলুর রহমান প্রমুখ।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসি ল্যান্ড ও ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক ইকবাল হোসাইনের সভাপতিত্বে এবং পিআইও শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কলমাকান্দায় ইউএনও শহিদুল ইসলামের সভাপতিত্বে ও পিআইও মবিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ উদ্দিন, নাজিরপুর এপির প্রোগ্রাম অফিসার টুকি চাম্বুগং, ফায়ার সার্ভিস কলমাকান্দা স্টেশন ইনচার্জ আশরাফ ইসলাম, প্রকল্প কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মাহাবুবুল হাসান, মনির হোসেন ও সিনিয়র সাংবাদিক ফখরুল আলম খসরু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে