পেকুয়ায় শিক্ষক হত্যার ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

চার জেলায় আরও আটক ১৬

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
কক্সবাজারের পেকুয়ায় শিক্ষক হত্যার ঘটনায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র?্যাব। এ ছাড়াও সিলেট, ঢাকার কেরানীগঞ্জ, দিনাজপুরের বিরল ও বরিশালের উজিরপুরে মাদক কারবারি এবং ডাকাতদলের সদস্যসহ ১৬ জনকে আটক করেছের্ যাব ও পুলিশ। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের পেকুয়ায় শিক্ষক মোহাম্মদ আরিফ হত্যার ঘটনায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র?্যাব। গত শনিবার চট্টগ্রাম নগরের সদর ঘাটের পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেছেন র?্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। সংবাদ সম্মেলনে র?্যাব জানিয়েছেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আলম নিজেকে আরিফ হত্যাকান্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, জাহাঙ্গীর আলমকে আটকের খবর শুনেছি। তবে এখনো থানায় হস্তান্তর করা হয়নি। সিলেট অফিস জানান, সিলেটে অভিযান চালিয়ে ৫ মাদক কারবারিকে আটক করেছের্ যাব। রোববার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় অভিযান চালিয়ে ১৯৩৭ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর গ্রামের মৃত নজীব আলীর ছেলে ইমাম উদ্দিন (৩৫), মৃত তেরা মিয়ার ছেলে আলাই (৩৫), মৃত আতাউলের ছেলে মোশাইদ (৪০), মো. তাজ উদ্দিনের ছেলে মো. রায়হান আহমেদ (১৮) ও মৃত ইউসুফ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০)। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, অভিনব কৌশলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পিকআপের ড্যাসবোডের ভেতরে বহন করা ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছের্ যাব। শনিবার রাতের্ যাব-১০'র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়। গ্রেপ্তার হলো- ঢাকার দোহারের আব্দুল মালেকের ছেলে শাহ আলম (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার মৃত শামসু মিয়া ছেলে সাইদুল ইসলাম (৪০) (চালক)। রোববার দুপুরে লিখিত এক প্রেসবিজ্ঞপ্তিতের্ যাব-১০'র সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান। বিরল (দিনাজপুর) প্রতিনিধি জানান, বিরলে তথ্যপ্রযুক্তির সহায়তায় থানা পুলিশের তৎপরতায় অভিযান চালিয়ে ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের নিকট হতে ১টি মোটর সাইকেল ও ১টি লুণ্ঠিত স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আসামিরা হলো- কোতোয়ালি থানার রামনগর মামুনের মোড় মোস্তফা কামালের ছেলে আসামি মো. শহিদুল ইসলাম শহিদ (২৫), বিরল থানার উত্তর বহলা গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে মো. শাহিন (২০) ও দিনাজপুর জেলার কোতোয়ালি থানাধীন সদরপুর ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আ. সাত্তারের ছেলে আসামি মো. তুহিন (২৫)। রোববার সকালে বিরল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছবুর প্রেস বিজ্ঞপ্তিতে এর তথ্য নিশ্চিত করেন। উজিরপুর (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাংলাদেশ সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্পের বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ী দম্পতিসহ ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার ভোর রাতে উজিরপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনাকালে ওটরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড হতে মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করা হয়। আটকরা হলো- লিটন বেপারী (৩৮) ও মাহমুদা বেগম (৩০)। এছাড়াও একই এলাকা হতে গাঁজা সেবনরত ৪ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের পর এলাকার মানুষজনের মধ্যে স্বস্তি ফিরে আসে। পরবর্তীতে সবাইকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকের মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত জানান, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ ও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।