মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

সৈয়দপুরে খেলার মাঠে মেলার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০
নীলফামারীর সৈয়দপুরে ফাইভ স্টার মাঠে মেলা আয়োজনের উদ্যোগ নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে খেলোয়াড় ও এলাকাবাসী -যাযাদি

নীলফামারীর সৈয়দপুর ফাইভ স্টার মাঠে মেলা আয়োজনের উদ্যোগ নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সৈয়দপুর ক্রিকেট একাডেমি, ফাইভ স্টার ক্রিকেট একাডেমি, সিটি ক্রিকেট ক্লাব, হাতিখানা ফুটবল দল এবং রাইজিং স্টার ক্রিকেট একাডেমিসহ বিভিন্ন ক্লাব ও একাডেমির পেশাদার-অপেশাদার ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়রা এ প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, শহরের বিমানবন্দর সড়কের পাশের রেলওয়ের ফাইভ স্টার খেলার মাঠটি উপজেলা শহরের একটি স্বনামধন্য খেলার মাঠ।

এখানে সকাল ও বিকাল বেলা পেশাদার-অপেশাদার ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়রা প্রতিনিয়ত অনুশীলন করে থাকেন। এছাড়াও মাঝেমধ্যে ফুটবল-ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। অথচ একশ্রেণির স্বার্থান্বেষী লোকজন নিজেদের পকেট ভারী করতে এখানে মাসব্যাপী মেলা আয়োজনের পাঁয়তারা করছে।

মানববন্ধন থেকে বক্তারা ফাইভ স্টার মাঠে যেকোনো ধরনের মেলার আয়োজন বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ক্রিকেটার মোক্তার সিদ্দিকী, মো. জুয়েল, মো. আদনান, সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী ফয়সাল দিদার দিপু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে