হত্যা, ট্রেনে কাটা পড়ে ও বিদু্যৎস্পৃষ্টে সাত জেলায় আটজনের মৃতু্য

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
হত্যা, ট্রেনে কাটা পড়ে ও বিদু্যৎস্পৃষ্টে ও পানিতে ডুবে সাত জেলায় আটজনের মৃতু্য হয়েছে। টাঙ্গাইল, রংপুর, চাঁদপুর, কুষ্টিয়ার দৌলতপুর, পিরোজপুরের ইন্দুরকানী, সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও গাজীপুরের শ্রীপুরে এসব মৃতু্যর ঘটনা ঘটে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইল শহরের দুই স্থান থেকে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে রোববার সকালে গলায় কাপড় পেঁচানো অবস্থায় আইয়ুব আলী (৪৭) এবং শনিবার সকালে জেলা সদর লেক থেকে ভাসমান অবস্থায় মিজানুর রহমান (৩৪) নামে অপর এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়। জানা গেছে, নিহত আইয়ুব আলী টাঙ্গাইল সদর উপজেলার ভবানীপুর পাতুলীপাড়ার মৃত নছিম মিয়ার ছেলে। নিহতের ছেলে অনিক মিয়া জানান, তার বাবা শনিবার সন্ধ্যায় কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রোববার সকালে তার বাবার মরদেহ উদ্ধারের খবর পেয়ে হাসপাতালে আসেন। তিনি ধারণা করছেন, দুর্বৃত্তরা রাতের কোনো একসময় তার বাবাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। অন্যদিকে, শনিবার লেক থেকে মিজানুর রহমান নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মিজানুর টাঙ্গাইল পৌরসভার কাগমারা এলাকার বাহেজ উদ্দিনের ছেলে। জেলা সৌখিন মৎস্য শিকারি সমিতির পাশে জেলা সদর লেকে ভাসমান মরদেহ দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেয়। পরে মাছ শিকারের জন্য ব্যবহৃত কাঠের পাটাতনের গামছা দিয়ে বাঁধা অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করা হয়। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহম্মেদ জানান, টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত পুলিশ সুপার (টাঙ্গাইল সদর সার্কেল) সোহেল রানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) ওসি মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রংপুর প্রতিনিধি জানান, রংপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার মৃতু্য হয়েছে। রোববার সকাল ৭টার দিকে লালমনিরহাট-সান্তাহার রেল সেকশনের পীরগাছা উপজেলার চৌধুরাণী-কান্দি সড়ক সংলগ্ন ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাটের দিকে যাচ্ছিল। ট্রেনটি চলে যাওয়ার পর সকাল ৭টার দিকে চৌধুরাণী-কান্দি রেলক্রসিং অতিক্রম করলে এক বৃদ্ধার ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বলেন, লালমনি এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা নাগাদ ওই ক্রসিং পারাপার হচ্ছিল। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃতু্য হয়। বোনারপাড়া (জিআরপি) রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় নিশ্চিত হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের মতলব উত্তর মোহনপুর পর্যটন কেন্দ্রে (মেঘনা নদী) গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি। নিহত ওই ছাত্রের নাম মো. আবির (১০)। সে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাঘবের এলাকার জজ মিয়ার ছেলে এবং ভক্তবাড়ী বাজারস্থ আল আকসা রেসিডেন্সিয়াল মাদ্রাসায় হেফজ বিভাগে ছাত্র ছিল। শনিবার সকালে উপজেলার আমিরাবাদ মেঘনা নদীতে নিখোঁজ আবিরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়িকে খবর দেয়। মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানিয়েছেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পাবনা নৌ-পুলিশ। গত শনিবার সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। পাবনা লক্ষ্ণীকুন্ডা নৌ-পুলিশের উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ১০ থেকে ১৫ দিন আগে মারা গেছেন। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশের পরনে কালো টিশার্ট ও চেক লুঙ্গি ছিল, লাশের গায়ে পচন ধরেছে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, ইন্দুরকানীতে বিদু্যৎস্পর্শে এক দিনমজুরের মৃতু্য হয়েছে। রোববার সকালে উপজেলার চরনী পত্তাশী গ্রামের রাসেল সেখ (৩৫) নারিকেল গাছে ডাব পাড়তে ওঠেন। এ সময় গাছের ডগা পাশের ১১০০ ভোল্টের লাইন স্পর্শ করলে তিনি বিদু্যতায়িত হয়ে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাসেল চরনী পত্তাশী গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে। শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্ত্রীর পরকীয়ার জেরে ৩ সন্তানের জনক দিনমজুর দিলোয়ার হোসেন (৩৭) নামক যুবক খুন হয়েছেন। নিহত যুবক উপজেলার জয়কলস ইউনিয়নের কামরুপদলং গ্রামের নিম্বর আলীর ছেলে। জানা যায়, নিহতের কোনো বসতবাড়ি না থাকায় কামরুপদলং গ্রামের মস্তাই মিয়ার বাংলো বাড়িতে ৩ ছেলে সন্তান নিয়ে থাকতেন। তিনি দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। শুক্রবার রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা কে বা কারা দিলোয়ারের মাথায় কয়েকটি চুরিকাঘাত করে মৃতু্য নিশ্চিত করার পর চলে যায়। শনিবার সকালে তার সাবেক স্ত্রী ঘরে ঢুকে দেখেন লাশ মাটিতে পড়ে রয়েছে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে মো. স্বাধীন (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার পৌরসভার শ্রীপুর গ্রামের সবুজবাগ এলাকার মান্নান মাস্টারের ভাড়া দেওয়া বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত স্বাধীনের বাড়ি ফরিদপুরে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। বাড়ির মালিকের ছেলে মো. মেহেদী বলেন, সকাল ১০টায় ডাকাডাকি করলেও ঘরের দরজা খুলছিলেন না স্বাধীন। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়। মরদেহটি ঘরের ধর্নার সঙ্গে দড়িতে ফাঁস লাগানো ছিল। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যা। তবে, রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।