পাহাড়ি মাটি কাটা ও অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ৪ জনকে জরিমানা
প্রকাশ | ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে রাতের আঁধারে পাহাড়ি মাটি কাটা ও দিনাজপুরের ঘোড়াঘাটে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে চারজনকে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা এবং ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে রাতের আঁধারে মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা এবং জড়িত দুইজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসন। রোববার রাত ১টার সময় উপজেলার বৈলছড়ি ইউনিয়নের বটতল এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এসিল্যান্ড মো. জসিম উদ্দিন।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করার প্রস্তুতি নেওয়ার অপরাধে ২ মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম এ জরিমানা করেন। উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামের মাংস ব্যবসায়ী সুমন মিয়াকে ১০ হাজার টাকা ও ঘোড়াঘাট পৌরসভার রাজবাড়ী এলাকার সাদ্দাম হোসেনের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত।