অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, বাংলাদেশ সবার কোনো ধর্মের পরিচয়ে এখানো কাউকে বড় কিংবা কাউকে ছোট করে দেখার সুযোগ নাই। এ দেশে ধর্মের কোনো পরিচয় নয় আমরা বাঙালি আমরা এক। হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব সফল করতে প্রশাসন, রাষ্ট্র এবং সকল ধর্মের লোকজন একত্র হয়ে কাজ করছে। আগামীবার এ উৎসব দ্বিগুণ হবে। জাতীয়ভাবে যেন উদযাপন করতে পারি সে ব্যবস্থা নেয়া হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। শনিবার দুপুরে হাটহাজারী উপজেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, পিআইও নিয়াজ মোর্শেদ, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, হাটহাজারী উপজেলা আহ্বায়ক মাস্টার অশোক কুমার নাথ, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক বাবলু দাশ প্রমুখ।