খাদ্য সহায়তা বিতরণ
ম চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ লোকদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন। বিশেষ অতিথি ছিলেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি ফজলুল হক, সংগঠনের সদর উপজেলা সভাপতি মো. সফিউলস্নাহ সরকার, জেলা কমিটির যুগ্ম সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম।
কমিটি গঠন
ম লক্ষ্ণীপুর প্রতিনিধি
সৌদি আরব রিয়াদ আল দো-আদমি শাখা কমিটি গঠন নিয়ে সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হারা গালফ টলেডো রেস্টুরেন্টে সভায় সবার সম্মতিক্রমে আনোয়ার হোসেন হাজীকে সভাপতি ও মোজাম্মেল শিকদারকে সাধারণ সম্পাদক করে রিয়াদ দো আদমি শাখা যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলম ফরায়াজীর সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী শিকদার।
সাধারণ সভা
ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী এফ করিম আলিম মাদ্রাসায় উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মো. আবু সায়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর-১ আসনের মনোনীত প্রার্থী জননেতা মাসুদ সাঈদী, বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াত ইসলামী আমির অধ্যক্ষ তাফাজ্জাল হোসেন ফরিদ, পিরোজপুর জেলা জামায়াতের নির্বাচন বিভাগীয় সেক্রেটারি হাবিবুর রহমান, বর্তামান আমির জননেতা মাওলানা আলী হোসাইন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল।
কুশল বিনিময়
ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা-৩ কেন্দুয়া আটপাড়া নির্বাচনী এলাকার বৃহস্পতিবার
ও শুক্রবার গভীর রাত পর্যন্ত ৩৫টি পূজামন্ডল পরিদর্শন ও পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপি সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, পৌর বিএনপি সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, বিএনপি নেতা শফিকুর রহমান শফিক, আটপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মাসুম চৌধুরী, সদস্যসচিব খসরু আহমেদ।
শুভেচ্ছা বিনিময়
ম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ সরদার সাখাওয়াত হোসেন বকুল। শুক্রবার বিকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বাবুবাড়ীর পূজামন্ডপ পরিদর্শনকালে ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাস্টার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ফরিদ।
পূজামন্ডপ পরিদর্শন
ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ শনিবার পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফউদ্দিন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুলস্নাহ আল ইমরান, ওসি (ডিবি উত্তর ) মোশাররফ হোসেন, থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাজার বণিক সমিতির সভাপতি শাজাহান কবির লিটন, প্রবীণ সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, যায়যায়দিন প্রতিনিধি অধ্যাপক আখতার হোসেন খান, সাংবাদিক সন্তোষ কুমার দত্ত।
মন্ডপ পরিদর্শন
ম মতলব (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। শুক্রবার সন্ধ্যায় পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন যুবদল মতলব উত্তর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান সজিব, ঢাকা মহানগর তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, মতলব উত্তর উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।
পূজা উদযাপন
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উলস্নাহ বাহার। এ সময় আরও উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহার মিয়া, শাহনেওয়াজ সেবুল, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস মিয়া ইলিয়াস, অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল, তাছলিমা আক্তার মনি, ভুজপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম তালুকদার, হারুয়াছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওসমান চৌধুরী, নারায়ণহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম, মো. হাসান, মাবুদ মুন্সি, মাওলানা নুরু।
আর্থিক সহযোগিতা
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন মন্দিরে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক কানাডা প্রবাসী শিল্পপতি সাদিকুল ইসলাম সোহাগ। শুক্রবার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গা মন্দিরে স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নূরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুস্তাকিম সরকার নয়ন, জিয়া সাইবার ফোর্স মান্দা উপজেলা শাখার সদস্য সচিব সুমন শাহ, জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ার শাহ, মান্দা উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মেহেদী হাসান।
মতবিনিময় সভা
ম নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় পূজামন্ডপ পরিদর্শন করেছেন নকলা প্রেস ক্লাবের সাংবাদিকরা। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও পূজারীদের সঙ্গে মতবিনিময় করা হয়। বিভিন্ন পূজামন্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক টিমসহ মন্ডপের পরিবেশগত বিভিন্ন দিক পরিদর্শন শেষে মন্ডপের পরিদর্শন বহিতে প্রেস ক্লাবের সকল সাংবাদিককে পক্ষ থেকে সভাপতি মো. মোশারফ হোসাইন অভিমত লিপিত করে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলু, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, মো. নূর হোসেন, দপ্তর সম্পদক মো. সেলিম রেজাসহ আরও অনেকে।
পূজামন্ডপ পরিদর্শন
ম বিরল (দিনাজপুর) প্রতিনিধি
বিরল-বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন দিনাজপুর-২ আসনে আগামীদিনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু। শুক্রবার রাতে পরিদর্শনকালে ছিলেন মঙ্গলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মাহমুদুল আলম মাদুল, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান চান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ।
কচুরিপানা পরিষ্কার
ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার চৌদ্দগ্রামে স্বেচ্ছাশ্রমে ডাকাতিয়া নদীর মরকটা ব্রিজ এলাকায় পানি প্রবাহ ঠিক রাখতে স্বেচ্ছাশ্রমে কুচুরিপানা পরিষ্কার করেছে কনকাপৈত উন্নয়ন ফোরামের শতাধিক স্বেচ্ছাসেবীরা। শনিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা ইকবাল হোসেন মজুমদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউপির প্যানেল চেয়ারম্যান মীর হোসেন, তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, ব্যবসায়ী নাসির উদ্দিন, শাহ আলম মজুমদার, মনির হোসেন, প্রবাসী ইমাম হোসেন, মাওলানা রুহুল আমিন।
নগদ অর্থ বিতরণ
ম বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় গত ২ দিন ধরে বাঘা উপজেলায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও দরিদ্রদের মধ্যে শাড়ি, লুঙ্গিসহ নগদ অর্থ বিতরণ করছেন বাঘার কৃতী সন্তান যুগ্ম সচিব রথিদ্রনাথ দত্ত। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, জিয়া পরিষদের সভাপতি মো. বাবুল ইসলাম, বিএনপি নেতা আশরাফুদোলা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আল মামুন, পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে (বাকু), সাধারণ সম্পাদক অপূর্ব।
শুভেচ্ছা বিনিময়
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
গফরগাঁও উপজেলার শারদীয় দুর্গাপূজা পালনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন ময়মনসিংহ দ. জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাতাহ্ খান। শুত্রম্নবার সন্ধ্যায় পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলে নগফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম, গফরগাঁও পাগলা থানা বিএনপি নেতা আমির হোসেন, আফজালুর রহমান উজ্জ্বল, ময়মনসিংহ দ. জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আনসারুল ইসলাম।
মতবিনিময় সভা
ম ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ছাত্র-জনতার বিপস্নবোত্তর নতুন বাংলাদেশ পুনঃগঠন, সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি সুরক্ষা ও সচেতন নাগরিক সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ফরিদপুর কবি জসিমউদ্দিন হলরুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব। সংগঠনটির ফরিদপুর পৌরসভার ২০নং ওয়ার্ড শাখার আয়োজনে ওয়ার্ড জামায়াতের আমির অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা বদরউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ফরিদপুর জেলা শাখার নায়েবে আমির মো. ইমতিয়াজ উদ্দিন আহমেদ, সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব আলী।
লিফলেট বিতরণ
ম বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
গণঅধিকার পরিষদের বরিশালের বাবুগঞ্জ উপজেলা নবগঠিত কমিটির উদ্যোগে শুক্রবার আনন্দ মিছিল, মোটর শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করেছে দলীয় নেতাকর্মীরা। এ সময় তার পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান, গণঅধিকার পরিষদ বরিশাল জেলার নেতা এইচ এম হাসান, মো. সালাউদ্দিন, বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম রনি মোলস্না, বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ আহ্বায়ক রানা আহম্মেদ, সদস্য সচিব মাসুম হাওলাদার।
দুর্গাপূজা পরিদর্শন
ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার। গত শুক্রবার রাতে পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন তালোড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ, সাবেক পৌর কাউন্সিলর শাহিনুর ইসলাম শাহিন, আমিনুর ইসলাম, হাসেম প্রামানিক, তানভির আহম্মেদ ফেরদৌস প্রমুখ।
সংবর্ধনা প্রদান
ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ৫০ জন রক্তদান যোদ্ধা ও সেরা ৯ জন স্বেচ্ছাসেবীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গৌরীপুর পাবলিক হলে রক্তদান যোদ্ধা ও স্বেচ্ছাসেবীদের হাতে সংবর্ধনার ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। তানজিনা ইয়াসমিন অ্যানি ও সজিবুল ইসলাম শান্তর সঞ্চালনায় বক্তব্য রাখেন গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, বারহাট্টা সিকেপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মালেক, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ এমদাদুল হক।
আর্থিক সহায়তা
ম কয়রা (খুলনা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবাদুল হক রুবায়েত শনিবার সকালে কয়রা সদরে শ্রী শ্রী সনাতন ধর্ম মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি পূজা কমিটির নেতাদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এবং পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্যাহ হেল কাফি সখা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাবির আলী।
কুশল বিনিময়
ম নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে দুর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএম কলেজের সাবেক ভিপি মাহাবুবুল হক নান্নু। শুক্রবার রাতে শহরের তাঁড়াবাড়ি, হরিসভা ও পুরান বাজার মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা গোলাম মোস্তফা ছালু, মোস্তফা কামাল মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না ও সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা।
মন্দির পরিদর্শন
ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
শিবালয় উপজেলার আরিচা, উথলী বাজার, টেপড়া কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আফরোজা খান রিতা। শনিবার বিকালে পরিদর্শনকালে ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবির জিন্নাহ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাভলু, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, সদস্য সচিব সোহেল রানা।
পূজামন্ডপ পরিদর্শন
ম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী চাটখিল উপজালার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গত শুক্রবার রাতে পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, সদস্য সচিব শাহাজান রানা, পৌর বিএনপির আহ্বায়ক দেওয়ান শামছুল আরিফিন শামিম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা যুবদল আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও যুবদল নেতা সোলাইমান রায়হান, মহিউদ্দিন বাবুসহ স্থানীয় নেতারা।
ত্রাণ বিতরণ
ম মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার জেলার দুর্গাপুর, কলমা কান্দা, বারহাট্টা ও সদরের নিম্নএলাকায় বন্যাকবলিত লাখ লাখ বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে দুদিন ধরে ত্রাণ অর্থ সংগ্রহ করেছে মোহনগঞ্জ ছাত্র সংগঠন। তারা এসব অর্থ দিয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজুওয়ানা কবিরের পরামর্শ ক্রমে চাল, ডাল ও শুকনো খাবার ক্রয় করে তা বন্যার্তদের কাছে পৌঁছে দিতে দুর্গাপুর উপজেলায় যান ছাত্র সংগঠনের সদস্যরা। ছাত্র সংগঠনের সদস্যরা এর আগেও ফেনী ও কুমিলস্না বন্যায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
আর্থিক সহায়তা
ম নাঙ্গলকোট (কুমিলস্না) প্রতিনিধি
বাংলাদেশ টয় মার্চেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কুমিলস্নার নাঙ্গলকোটে বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার মৌকরা ইউপির বিরুলী একেএম হিরমত আলী মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সহায়তা প্রদানকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান মজুমদার এবং নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোলস্না। এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হাজী শওকত আলী ও মোসলে উদ্দিন, সাবেক সভাপতি হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক জাহিদুল হকসহ অনেকে।
শুভেচ্ছা বিনিময়
ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে শারদিয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পূজামন্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনী।
শনিবার বেলা ১২টায় কর্নেল মুহাম্মদ সুলতান মাহমুদ শ্যামলের নেতৃত্ব একদল সেনাবাহিনী ফুলবাড়ী কেন্দ্রীয় কালীমন্দির পূজামন্ডব পরিদর্শনে এসে পূজা উদযাপন কমিটি ও মন্দির পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবু তারেক মোহাম্মদ রাশেদ।
মেজর মো. আসিফ হাসান খান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয় প্রকাশ নারায়ণ, সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদসহ অনেকে।
নগদ অর্থ প্রদান
ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগতিতে সম্প্রতি বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৭৫ পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে আলেকজান্ডার কামিল মাদ্রাসা হলরুমে সহযোগিতা প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা জামায়াতের উদ্যোগে ও সহযোগিতা উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্ণীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য এ আর হাফিজ উলস্নাহ, বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহাদাত হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার জহির উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলী মুর্তুজা প্রমুখ।