বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

চাঁদা না দেওয়ায় মামলা দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
চাঁদা না দেওয়ায় মামলা দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়ায় দাবিকৃত চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে 'মিথ্যা' মামলা দিয়ে ওমান প্রবাসী বদি আলম ও তার পরিবারকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হামিদের আদালতে সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ওই প্রবাসী।

অভিযোগ সুত্রে জানা যায়, 'ভুক্তভোগী ওমান প্রবাসী বদি আলম গত ১ অক্টোবর দেশে ফিরলে তার কাছে দুইলাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। চাঁদা না দেওয়ায় তার বিরুদ্ধে বাঁশখালী কোর্টে মামলা করেন খোদ তারই আপন ভাই ফরিদুল আলম। পরে জামিন নিয়ে প্রবাসী বদি আলম বাড়িতে ফিরলে স্থানীয় শাহ আলম, মাহবুবুল আলম ও রবিউল আলম তাকে হুমকি এবং পুনরায় দুই লাখ চাঁদা দাবি করেন।

বাঁশখালী থানার তদন্ত (ওসি) সুধাংশু শেখর হাওলাদার বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে