দুর্গাপুর ও দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৮

প্রকাশ | ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এদিকে, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আরও তিনজনকে আটক করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় মানবপাচারকারী চক্রের সদস্য ও চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তার মধ্যে বাবা-মেয়ে ও বাকি দুইজন বাংলাদেশি মানবপাচারকারী চক্রের সদস্য। গত শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন-৩১ বিজিবির পিবিজিএম অধিনায়ক লে. কর্নেল এএসএম কামরুজ্জামান। শুক্রবার সকালে উপজেলার কুলস্নাগড়া ইউনিয়নের বিজয়পুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৮ হাজার ২৯০ ভারতীয় রুপি ও পাঁচ হাজার ৪৬৯ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন- ভারতের পশ্চিম বঙ্গের বিনয় কৃষ্ণ দেবনাথ (৫৬), দুর্গাপুরের বাড়ইপাড়া গ্রামের জীবন দেবনাথ (২২), পাশের কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের অজিত দেবনাথ (৩১), পাচারের উদ্দেশে আনা একই গ্রামের প্রিয়াংকা দেবনাথ (১৮) ও তার বাবা পরিমল দেবনাথ (৪০)। নেত্রকোনা ব্যাটালিয়ন-৩১ বিজিবির পিবিজিএম অধিনায়ক লে. কর্নেল এএসএম কামরুজ্জামান জানান, ভারতীয় মানবপাচারকারী চক্রের সদস্য বিনয় কৃষ্ণ দেবনাথ ও বাংলাদেশি সহযোগী অজিত দেবনাথ দীর্ঘদিন ধরে বাংলাদেশি মানবপাচারকারী জীবন দেবনাথের সহযোগিতায় সীমান্তের বিভিন্ন রুট দিয়ে মানবপাচার করে আসছিলেন। শুক্রবার সকালে তাদের সীমান্ত থেকে আটক করা হয়। দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার দুপুরে দৌলতপুর সীমান্তের চিলমারি ইউনিয়নের উদয়নগর বিওপি এলাকার সীমানা পিলার ৮৪/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া গ্রামের আকবর আলীর (৫৫) বাড়িতে অভিযান চালিয়ে ওই তিন বাংলাদেশিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- নাটোর সদর উপজেলার চক বৈদ্যনাথ গ্রামের আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৩৭), একই উপজেলার উত্তর বড়গাছা জেলার পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রেজাউল ইসলনম (৩০) ও রাজশাহীর বাঘা উপজেলার হাকিমপুর গ্রামের আনসার সরকারের ছেলে আমিনুল ইসলাম ডাবলু (৪২)। শুক্রবার রাতে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মাহবুব মুর্শেদ রহমানের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিরা বাংলাদেশী মাদক ব্যবসায়ী ও হত্যাকান্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মাদক, নাশকতা, চুরি, চাঁদাবাজি ও হত্যা মামলা রয়েছে। বিজ্ঞপ্তিতে বিজিবি আরও উলেস্নখ করেন, আটকদের মধ্যে দুইজনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন চলাকালে নাশকতা ও হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারের বিষয়ে দৌলতপুর থানায় মামলার প্রস্তুতি ও একই সঙ্গে দৌলতপুর থানা থেকে তাদের নাটোর পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।