বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

তিন জেলার সড়কে ঝরল চার প্রাণ

স্বদেশ ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
তিন জেলার সড়কে ঝরল চার প্রাণ

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এর মধ্যে বগুড়া ও টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় দুই অটোরিকশাচালকসহ তিনজন ও গাইবান্ধার সাদুল্যাপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তি নিহত হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, বগুড়া জানান, বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় মিজানুর রহমান মজুন (৩৩) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। গত শনিবার দুপুরে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কে অটোরিকশাকে একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুপুর পৌনে ১টার দিকে অটোরিকশাটি শাজাহানপুরের ৯ মাইলে এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় অটোরিকশাচালক মজুন ঘটনাস্থলেই মারা যান।

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল ও কালিহাতী প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে উপজেলার সলস্না নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের চেংটাপাড়া গ্রামের চান্দু মন্ডলের ছেলে ব্যাটারিচালিত অটোরিকশা চালক সওকত মন্ডল ও অটোরিকশার যাত্রী ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার নয়ন চন্দ্র দাস। নয়ন পূজা উপলক্ষে তার শ্বশুরবাড়ি সলস্না এলাকায় বেড়াতে এসেছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, সন্ধ্যায় হতাহতরা কালিহাতীর দেউপুর পূজা মন্ডপ থেকে অটোরিকশায় সলস্না ফিরছিলেন। মহাসড়ক পাড় হতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা শিশুসহ ৮ যাত্রী ও চালক গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে নয়ন মারা যান। অন্য আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে এদিন রাতে অটোরিকশার চালক সওকত মন্ডলকে ঢাকায় নেওয়ার পথে তার মৃতু্য হয়।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার সাদুল্যাপুরে মহাসড়ক পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত (৪৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার ধাপেরহাটের আন্ডার পার্সের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, রাতে ঢাকা থেকে রংপুরগামি একটি যাত্রীবাহী বাস ব্রিজের কাছে পৌঁছালে ওই ব্যক্তি সড়ক পারাপার হওয়ার সময় বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ধাপেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথভাবে লাশ উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে