বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

সাতক্ষীরায় জাতীয় বীর শহীদ আসিফ হাসানের নামে মিনি স্টেডিয়াম ঘোষণা

সাতক্ষীরা ও দেবহাটা প্রতিনিধি
  ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
সাতক্ষীরায় জাতীয় বীর শহীদ আসিফ হাসানের নামে মিনি স্টেডিয়াম ঘোষণা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, 'সরকারি অর্থে কোন স্থাপনা কোন রাজনৈতিক নেতার নামে আর হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত সাতক্ষীরার দেবহাটার সন্তান শহীদ আসিফ হাসান দেশের সম্পদ ও জাতীয় বীর। শেখ রাসেলের নাম পরিবর্তন করে দেবহাটার মিনি স্টেডিয়াম শহীদ আসিফ হাসানের নামে নামকরণ করা হবে।'

গত শুক্রবার রাতে সাতক্ষীরায় যুব উন্নয়ন অধিদপ্তর ও ক্রীড়াসংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

ক্রিড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। অটুট রাখতে অন্তর্বতী সরকার কাজ করছে। অথচ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করতে ষড়যন্ত্র করছে। দেশবাসীর প্রতি সজাগ থাকার আহবান জানান।

মতবিনিময়ে বক্তব্য রাখেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার একান্ত সচিব আবুল হাসান, সাতক্ষীরা পুলিশ সুপার মুনীরুজ্জামান, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নিজামউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রিপন, ছাত্র সমন্বয়ক ইমরান হোসেন।

উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি নুরুল হুদা, সাতক্ষীরা প্রেসক্লাব ও ওরিওরস্‌ ক্লাবের সভাপতি আ.ন.ম আবু সাঈদ, এরিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক সদ্য বিদায়ী কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, জাতীয় দলের ফুটবলার আলমঙ্গীর কবির রানা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে