সোনাইমুড়ী থানায় অস্ত্র লুট ও পুলিশ সদস্য হত্যার দায়ে গ্রেপ্তার ৩
চার জেলায় আরও ৬ জন আটক
প্রকাশ | ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
নোয়াখালীর সোনাইমুড়ী থানায় হামলা, অগ্নিসংযোগ ও পুলিশ সদস্য হত্যার দায়ে ৩ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এ ছাড়া মাদারীপুর, সিলেট, কুষ্টিয়ার ভেড়ামারা ও গাজীপুরের কালিয়াকৈরে শিশু অপহরণ, হত্যা, নাশকতার অভিযোগ এবং মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে আটক করেছের্ যাব ও পুলিশ। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, নোয়াখালীর সোনাইমুড়ী থানায় হামলা, অগ্নিসংযোগ ও পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- সোনাইমুড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কৌশল্যারবাগ গ্রামের প্রয়াত শফিকুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম (১৬), ৩ নম্বর ওয়ার্ডের মো. ছিদ্দিকের ছেলে নাইম হোসেন (২১) ও জয়াগ ইউনিয়নের ভাওরকোট গ্রামের আবদুল হামিদের ছেলে ইমাম হোসেন ইমন (২২)। তাদের কাছ থেকে খুন হওয়া পুলিশ কনস্টেবল মোহাম্মদ ইব্রাহিমের ব্যবহৃত মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। শনিবার সকালে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুলস্নাহ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, মাদারীপুর সদর উপজেলার এওজ গ্রামে সাবেক ইউপি সদস্য মহসিন আকন হত্যা মামলার প্রধান আসামি রাজ্জাক মুন্সীকে (৩২) গ্রেপ্তার করেছের্ যাব। শুক্রবার রাতে বরিশাল সদর উপজেলার রাহাত-আনোয়ার হাসাপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করেছের্ যাব। পরে তাকে রাতেই মাদারীপুর সদর মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।র্ যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মীর মনির হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চত করেন।
সিলেট অফিস জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সিলেটে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছের্ যাব। শুক্রবার রাত সাড়ে ১০টায় সিলেট এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে সৈকত হোসেন নামে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। সৈকত হোসেন সিলেট এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহসভাপতি ও নগরীর বাদামবাগিচা এলাকার মুজিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে জানিয়েছেনর্ যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জনান, কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে ৩শ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আটক হলো ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তরভবানীপুর এলাকার মিজানুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (২৪) ও একই উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় এলাকার জয়নাল শেখের ছেলে নাহিদ হাসান রাব্বি (২৯)। কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাসেল কবীর জানান. শুক্রবার বিকালে অভিযান চালিয়ে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে মনিরুল ইসলাম ও নাহিদ হাসান রাব্বিকে আটক করে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, শুক্রবার রাতে দুজন মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম ও নাহিদ হাসান রাব্বির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরের টান কালিয়াকৈর থেকে শোয়াইব হোসেন (৫) নামে এক শিশু অপহরণের তিন দিন পেরিয়ে গেলেও অপহৃতকে উদ্ধার সম্ভব হয়নি। তবে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলো কাজল মিয়া (১৮) ও শাকিল হোসেন (১৯)। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহামুদ জানান শিশুটিকে উদ্ধারের কাজ চলমান রয়েছে অচিরেই শিশুকে উদ্ধার করা সম্ভব হবে।