নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল নতুন শহরে পস্নট বরাদ্দের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্ত আদিবাসীরা। শনিবার দুপুরে পূর্বাচল ক্লাব সংলগ্ন ৩শ' ফুট সড়কের চত্বরে এ মানববন্ধন করা হয়। পূর্বাচল আদিবাসী ও ক্ষতিগ্রস্ত সমন্বয় কমিটির আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক দুলাল হোসেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত আদিবাসী আনোয়ার হোসেন ভুইয়া, সেলিম চৌধুরী, অ্যাডভোকেট জাকারিয়া, সোলেমান, কাশেম মিয়া, রতন মিয়া, মোতাবিলব মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৩ ধারা বরাদ্দকৃত শেখ হাসিনা ও তার পরিবারসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নেওয়া পস্নট বাতিল করে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের নামে পস্নট বরাদ্দ দিতে হবে। ছিন্নমূল আদিবাসীদের মধ্যে যাদের জমি ঘরবাড়ি নেই তাদের ডেভেলপমেন্ট মূল্যে ফ্লাট দিতে হবে। পূর্বাচল স্কুল অ্যান্ড কলেজের জায়গায় পূর্বাচল ক্লাব উচ্ছেদ করতে হবে। পূর্বাচল আদিবাসীদের বিনাটাকায় পূর্বাচল ক্লাবের সদস্য করতে হবে। রাস্তা উন্নয়ন নামে দুর্নীতি তদন্ত করতে হবে।