মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

চট্টগ্রামে আধিপত্য নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আরেক যুবকের লাশ উদ্ধার

তিন জেলায় আরও ৬ অপমৃতু্য
স্বদেশ ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
চট্টগ্রামে আধিপত্য নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আরেক যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামে আধিপত্য বিস্তারে দুই গ্রম্নপের সংঘর্ষে যুবক নিহত হয়েছে। অন্যদিকে, হাত বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া হবিগঞ্জের লাখাইয়ে সংর্ঘষে আহত ব্যক্তির মৃতু্য, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার, ফরিদপুরে বিষপানে দুই কলেজছাত্রীর মৃতু্য, নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশা করতে বাধা দেওয়ায় যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। আঞ্চলিক বু্যরো প্রধান ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

চট্টগ্রাম বু্যরো জানান, চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকায় বার্মা কলোনির সবুজ ও সাবেক আওয়ামী লীগের ইলিয়াছ গ্রম্নপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ ইমন (২৮) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। শুক্রবার রাতে বায়েজিদের শান্তিনগর কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত ইমন নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনির মজিবুর রহমানের ছেলে। তিনি রুবি গেট এলাকায় একটি কারখানায় চাকরি করতেন। বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমান।

জানা যায়, রাত সাড়ে ১২টায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বার্মা কলোনির সবুজ ও সাবেক আওয়ামী লীগের ইলিয়াছ গ্রম্নপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে সবুজ গ্রম্নপের একজনকে আটকে রাখে ইলিয়াছ গ্রম্নপ। তারপর তাকে মারধর করে। পুলিশ তাৎক্ষণিক খবর পেয়ে ফোর্স পাঠিয়ে আহত ইমনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দিলেও শনিবার সকালে তার মৃতু্য হয়।

বায়েজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমান বলেন, দুই গ্রম্নপের সংঘর্ষে এক যুবকের মৃতু্য হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নগরের পাহাড়তলী থানাধীন রাস্তার পাশ থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে রানী রাসমনী ঘাটের উত্তরে সাগরপাড় লিংক রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

পাহাড়তলী থানা উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউপির গুনিপুর গ্রামে গত ১৫ সেপ্টেম্বর ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃতু্য হয়েছে। সংঘর্ষে আহত ফরিদ খান (৫৫) শুক্রবার রাতে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফরিদ খান ওই গ্রামের মৃত ছাবু খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানা ওসি বন্দে আলী।

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার আঠারখাদা গ্রামে গত শুক্রবার রাতে দুই শিশুর মরদেহ উদ্ধার করে গ্রামবাসী।

নিহত শিশুরা হলো- উপজেলার বারাদী ইউনিয়নের আঠারখাদা গ্রামের নতুন মসজিদপাড়ার সাইফুল ইসলামের ছেলে সামিউলস্নাহ ওরফে তাসিফ (৮) ও একই গ্রামের হুমায়ুনের ছেলে হুজাইফা (১০)।

জানা যায়, শুক্রবার জুমার পর দুই শিশু পাশের একটি মন্দিরে পূজা দেখতে যায়। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে আঠারখাদা গ্রামের ব্রিজের পাশে স্যান্ডেল ও জামা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর মাথাভাঙ্গা নদীতে নেমে খোঁজাখুঁজি করলে দুই শিশুর মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এক শিশু পানিতে পড়ে গেলে অপর শিশু উদ্ধার করতে সেও পানিতে নামে। এতে দুজনই ডুবে মারা যায়।

ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে বিষাক্ত অ্যালকোহল পানে দুই কলেজ ছাত্রীর মৃতু্য হয়েছে বলে অভিযোগ উঠেছে। মধ্যরাতের পরে ওই দুই তরুণীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

নিহতারা হলেন- মাগুরা জেলার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০) ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৪নং ওয়াডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি পড়ুয়া রত্না সাহা (২৬)।

জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় বাড়ি ভাড়া বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা। তাদের বাসায় থাকা অপর চাকরিজীবী নারী বিথি সাহা জানান, ক্রমশ অবস্থার অবনতি ঘটলে মধ্যরাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে মারা যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদ উজ্জামান বলেন, সকালে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটাল থেকে জানানো হয় দুই নারী অ্যালকোহল পানে মৃতু্য হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতু্যর সঠিক কারণ বের হবে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে মো. ইমন (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকালে তার শোবার ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ইমন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী একতাপাড়া এলাকার আলতাব হোসেনের ছেলে। তিনি নেশায় আসক্ত ছিলেন বলে জানা গেছে।

নিহতের ভগ্নিপতি আলাউদ্দিন জানান, ইমন নেশায় আসক্তসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিলেন। তাকে সুপথে আনার চেষ্টা করে পরিবারের লোকজন ব্যর্থ হয়। শেষ পর্যন্ত পরিবারের শাসনের হাত থেকে নিজেকে আড়াল করার জন্য শুক্রবার শোবার ঘরে ধন্যার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ইমন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে