সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১২ অক্টোবর ২০২৪, ০০:০০

প্রতিনিধি
জনসচেতনতা সভা ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর পোরশায় ১৬ বিজিবি'র উদ্যোগে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিতপুর পুরাতন বাজারে জেসিও -৮৮৩৩ সুবেদার মুনসেদ আলীর নেতৃত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় ওয়ার্ড সদস্য, গণ্যমান্য ব্যক্তিরাসহ অর্ধশতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সভায় সীমান্ত হত্যা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাছ না ধরা, নারী-শিশু পাচার দমন, মাদক চোরাচালানি ও মাদকাসক্তদের প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হয়। আর্থিক সহযোগিতা ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর মান্দায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান, বিভিন্ন মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি'র অন্যতম সদস্য এম.এ মতীন। বৃহস্পতিবার তার সঙ্গে ছিলেন মান্দা উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক একেএম নাজমুল হক নাজু, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান, মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ এবং রফিকুল ইসলাম প্রমুখ। পূজামন্ডপ পরিদর্শন ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ১৪১টি পূজামন্ডপে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতারা। বৃহস্পতিবার দুর্গাপূজার উৎসব শান্তিপূর্ণ করতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক ও সহ-সভাপতি অহিদুল হক সরদারের নেতৃত্বে মূল দল এবং দলের অঙ্গসংগঠনের নেতারা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনসহ তাদের সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করছেন। খাদ্যসামগ্রী প্রদান ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালীর সেনবাগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক নারী-পুরুষকে চাল, ডাল, তেল পেঁয়াজসহ খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কাদরা ইউনিয়নের জামালপুর গ্রামে অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল মাবুদ দুলাল। 'ডলার এ ডে' অষ্ট্রেলিয়ার অর্থায়নে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের সভাপতিত্বে ও সমাজসেবক আবদুর রাজ্জাকের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেনবাগ থানার (ওসি) মিজানুর রহমান, আর্ম বাংলাদেশ যশোরের নির্বাহী পরিচালক শামসুল আলম। মতবিনিময় সভা ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর শিবপুরে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। তিনি গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে মন্ডপের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্‌ মো. সজীব, শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপস্নব চক্রবর্তী, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ। সম্প্র্রীতি সমাবেশ ম লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা এবং সম্প্র্রীতির আহ্বান জানিয়ে লোহাগড়ায় যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নড়াইলে লোহাগড়ায় জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুজ্জামান আহাদের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সাবেক ছাত্রদল নেতা কামরুজ্জামান সুইটের সঞ্চালনায় বক্তব্য রাখেন নড়াইল জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুজ্জামান আহাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দল নেতা জিহাদ খান, মো. সাঈদ শেখ, যুবদল নেতা মনি রিপন। ত্রাণসামগ্রী বিতরণ ম বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার বারহাট্টায় আকস্মিক কংশ নদীর পানি বৃদ্ধি ও অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ৩০তম বিসিএস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রায়পুর ইউনিয়নের রত্নপুর ও সেমিয়া গ্রামে একশ' পরিবারকে এসব বিতরণ করা হয়। এ সময় অ্যাসোসিয়েশনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম আল ইমরান, বারহাট্টা ইউএনও ফারজানা আক্তার ববি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উলস্নাহ খান, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন। দুর্গাপূজা পরিদর্শন ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান। গত বৃহস্পতিবার মহাসপ্তমীর দিনে উপজেলার ২২টি পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. জয়েন আলী, উপ-সহকারী প্রকৌশলী আব্দুলস্নাহ আল মামুন প্রমুখ। পুরস্কার বিতরণ ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি কিন্ডারগার্টেন এডুকেশন অ্যাসোসিয়েশন (কেয়া)'র আয়োজনে কেয়া গোল্ড মেডেল বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাটহাজারী সদরের একটি রেস্টুরেন্টে কেয়া'র চেয়ারম্যান লায়ন মঈনুদ্দিন কাদের লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেয়া'র পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ। মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম মলিস্নকের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন সাবেক মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ সৈয়দুল আজাদ, অধ্যক্ষ মোহাম্মদ ওসমান, মাওলানা সৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, সাংবাদিক ঐক্য পরিষদের সেক্রেটারী মো. বোরহান উদ্দিন। পূজামন্ডপ পরিদর্শন ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানবীর আহাম্মদ সিদ্দিকির ছেলে ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকি বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর পূজামন্ডপসহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। তিনি পূজারীদের সঙ্গে মতবিনিময়সহ কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলার বিএনপির দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন লোকজন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাজীপুর-১-এ বিএনপির পক্ষ থেকে এমপি নির্বাচন করার প্রত্যাশা নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় পূজামন্ডপ পরিদর্শন করেন। মন্দির পরিদর্শন ম উজিরপুর (বরিশাল) প্রতিনিধি বরিশাল জেলার উজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের পূজামন্ডপ পরিদর্শন করেন প্রধান অতিথি বরিশাল বিভাগীয় সমাজসেবা (পরিচালক) ও উপসচিব শাহ মো. রফিকুল ইসলাম। গত বৃহস্পতিবার রাতে উজিরপুর উপজেলার হাসপাতাল রোড সার্বজীনন শ্রী শ্রী দুর্গামন্দির পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম খান, সদস্য-সচিব মো. রোকনুজ্জামান টুলু, বাংলাদেশ সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরাফাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, বিএনপির নেতা আব্দুল রাজ্জাক সরদার, উপজেলা সাবেক ছাত্রদল নেতা মো. শাহাদুত জামান কমরেড প্রমুখ। \হ মতবিনিময় সভা ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালীতে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও সনাতন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাঁশখালী পৌরসভা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের মিয়ার বাজার চৌধুরী মার্কেটের অস্থায়ী কার্যালয়ে সভায় জামায়াত ইসলামীর পৌরসভা আমীর মাওলানা মুহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর প্রণব দাশ, পৌরসভা জামায়াত ইসলামীর নায়েবে আমীর মাওলানা শহিদ উলস্নাহ্‌, সেক্রেটারী মামুনুর রশিদ প্রমুখ। মন্ডপ পরিদর্শন ম বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বরিশালের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বৃহস্পতিবার রাতে তিনি উপজেলার রহমতপুর ও মাধবপাশা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কোনো নাশকতার ঝুঁকি রয়েছে কিনা সেগুলো যাচাই করেন। এছাড়া নির্ধারিত স্বেচ্ছাসেবক নিযুক্ত আছে কিনা সে ব্যাপারেও খোঁজখবর নেয়। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমানসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময় ম ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন। সপ্তমী ও অষ্টমীতে দিনব্যাপী তিনি উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর, রুদাঘরা, খর্ণিয়া, আটলিয়া, মাগুরাঘোনা, ডুমুরিয়া, রংপুর ও গুটুদিয়া ইউনিয়নের সব পূজামন্দিরে যেয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান করেন। এ সময়ে তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, শেখ ফরহাদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ। নদীভাঙন পরিদর্শন ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন গাজীপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হায়হান খান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা। বৃহস্পতিবার দুপুরে ভাঙনকবলিত এলাকায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য পরিদর্শন করেন তারা। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর পানি উন্নয়ন বোর্ডের সাব-এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার আমান উলস্নাহ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা। ফুলেল শুভেচ্ছা ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি মরহুম সৈয়দ মাহাবুব আলীর (পূর্ব পাকিস্তানের সাবেক চিফ ইলেকশন কমিশনার) ছেলে আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার বেলা ১১টায় ফকিরহাট উপজেলা বিএনপি কার্যালয়ে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। প্রশিক্ষণ কর্মশালা ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি টঙ্গীতে গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের উদ্যোগে গাজীপুরে বিভিন্ন থানায় কর্মরত বিভিন্ন ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৫০ জন সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী টঙ্গীর চেরাগআলী কলেজ গেট এলাকায় এন এফ সি-টু রেস্তোরাঁয় গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের সভাপতি গাযী খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বিনিময় করেন গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন। উপদেষ্টা বিশিষ্ট কলামিস্ট মো. খায়রুল হাসান। প্রশিক্ষণ দেন তুর্কি সরকারি সংবাদ সংস্থা আনালদুর দক্ষিণ এশিয়া বিষয়ক বু্যরো প্রধান মুহাম্মদ কামরুজ্জামান বাবলু, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম। উপহার সামগ্রী প্রদান ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ি পার্বত্য জেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুর্গম এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উপহার হিসেবে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি সেনা জোন। বৃহস্পতিবার সকালে দুর্গোৎসব উপলক্ষে মহালছড়ি সেনা জোনের আওতাধীন দুর্গম এলাকাগুলোতে দুই শতাধিক বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষের ঘরে ঘরে গিয়ে এ উপহার সামগ্রী পৌঁছে দেয় মহালছড়ি সেনা জোনের সেনা সদস্যরা। মহালছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূঁইয়া (পিএসসি) এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। গণসমাবেশ অনুষ্ঠিত ম ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি  খুলনার ডুমুরিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া শাখার আয়োজনে বিশেষ দোয়া ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বধীনতা স্মৃতি চত্বরে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন ডুমুরিয়া শাখার সভাপতি মাওলানা উমার আলী। সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন খুলনা জেলার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুলস্নাহ ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, মাওলানা বেলাল হোসেন, মোহাম্মদ ফরহাদ মোল্যা, মুফতি ফজলুল হক। ঢালাই কাজের উদ্বোধন ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে পথচারীদের জনদুর্ভোগ নিরসনে রানীগঞ্জ গরুর হাটের পূর্ব-পশ্চিম পার্শ্বের রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের হাট-বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় এ রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। উদ্বোধনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ইউপি সদস্য মো. আইনুল ইসলাম, মো. গোলাম রব্বানী, মনজুর রহমান, সাংবাদিক মাহাতাব উদ্দিন আল-মাহমুদসহ অনেকে। পূজামন্ডপ পরিদর্শন ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মাধবদীতে পৃথকভাবে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজ ও ঢাকা বিভাগের অতিরিক্ত ডিআইজি জাহিদুল হাসান। বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত মাধবদীতে অবস্থিত কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে মন্ডপের দায়িত্বশীলদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। পরিদর্শনকালে সঙ্গে ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন, সদর সার্কেল শহিদুল ইসলাম সোহাগ, সদর থানার ওসি এমদাদ হোসেন, মাধবদী থানার ওসি তছলিম উদ্দিন, ওসি তদন্ত এনামুল হকসহ বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।