রাজনগরে ইউপি চেয়ারম্যানের গুদাম থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

প্রকাশ | ১২ অক্টোবর ২০২৪, ০০:০০

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের গুদাম থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মছকন মিয়া (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। চেয়ারম্যান আতাউর রহমান মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক এমপি মোহাম্মদ জিলস্নুর রহমানের ভাই। বুধবার রাত থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত উপজেলার তারাপাশা বাজারে পূবালী ব্যাংকের নিচতলার ওই গুদাম থেকে এসব চিনি উদ্ধার করা হয়। জানা যায়, রাত ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারাপাশা বাজারে অভিযানে যায় পুলিশ। পরে বাজারে ঘুরাঘুরি করে পুলিশ ফিরে আসে। রাত ২টায় স্থানীয় এক যুবক জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ ফের ঘটনাস্থলে যায়। পরে তারা একটি গুদামে তলস্নাশি করতে গেলে বাধা দেওয়া হয়। বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে পুলিশ ও গোয়েন্দা ভারতীয় চিনি ভর্তি ২৩১টি বস্তা পায়। রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মোবাশ্বির বলেন, আতাউর রহমানের একটি গুদাম থেকে ২৩১ বস্তা চিনি আমরা উদ্ধার করেছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। চিনি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।