'উৎসব পালনে হিন্দু মুসলিম ভেদাভেদ নেই উপভোগ সবার'

প্রকাশ | ১২ অক্টোবর ২০২৪, ০০:০০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, 'দুর্গাপূজা হিন্দুধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান যা উৎসব হিসেবে বাংলাদেশের সর্বস্তরের মানুষ উপভোগ করে থাকে। শ্রীপুরের মানুষদের মধ্যে হিন্দু মুসলমান, কে বড় গোষ্ঠী, কে ছোট গোষ্ঠী এসবের মধ্যে কোন ভেদাভেদ নেই। দুর্গাপূজা আমাদের সার্বজনীন অনুষ্ঠানে পরিণত হয়েছে। সবাই হাতে হাত, কাঁধে কাঁধ রেখে চলতে চাই। আপনারা পূজা উৎযাপন করবেন, আমরা উপভোগ করব। উৎসব পালনে হিন্দু-মুসলিম ভেদাভেদ নেই, পূজা আপনাদের, উপভোগ সবার।' শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় একটি পূজামন্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি হরি নারায়ন চৌহান, সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ বাসফোর, তপন বণিক, শ্রীপুর পৌর বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মারুফ শেখ, সাধারণ সম্পাদক বিলস্নাল হোসেন বেপারী, সহ-সভাপতি আবুল হোসেন, সাইফুল হক মোলস্না, বিলস্নাল হোসেন, মিজান মন্ডল, এমদাদ মন্ডল, দুলাল চৌহান প্রমুখ।