বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

ভোলাহাটে চাকরিচু্যত ইমামকে পুনর্বহাল

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ১২ অক্টোবর ২০২৪, ০০:০০
ভোলাহাটে চাকরিচু্যত ইমামকে পুনর্বহাল

চাকরিচু্যত করা সেই ইমামকে চাকরিতে পুনর্বহাল করেছে মসজিদ কমিটি। গত ৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় এক মসজিদে জুমার খুতবার মধ্যে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী ও মাওলানা মামুনুলহকসহ আলেম-ওলামাদের ওপর আওয়ামী লীগ সরকারের নির্যাতনের কথা বলার ঘটনায় তাকে চাকরিচু্যত করা হয়েছিল।

ভুক্তভোগী ইমাম চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মাওলানা মো. ওসমান গনি। তিনি ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পীরগাছি জামে মসজিদে ৩ বছর থেকে খতিব ও পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ৫ অক্টোবর রাতে পেশ ইমামকে চাকরিচু্যত করা হয়েছিল। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের তীব্র প্রতিবাদের মুখে ১০ অক্টোবর মসজিদ কমিটি ইমামের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার মীমাংসা করে তাকে দায়িত্ব ফিরিয়ে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইমাম ও মসজিদের সভাপতি।

মাওলানা ওসমান গনি বলেন, 'গত ৭ অক্টোবর মসজিদ কমিটি আমাকে নিয়ে আসার জন্য যোগাযোগ করলে আমি বলেছিলাম, স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তারা যদি আমাকে ইমাম হিসেবে চায় তাহলে আমি যাব। কমিটি সবার সঙ্গে আলাপ-আলচনা করে আমাকে নিয়ে এসেছে।'

মসজিদ কমিটির সভাপতি জালাল উদ্দিন বলেন, আমরা ইমামকে নিয়ে এসেছি, আজ জুমার নামাজের ইমামতি করেছেন মাওলানা ওসমান গনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে