বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

কয়রা (খুলনা) প্রতিনিধি
  ১২ অক্টোবর ২০২৪, ০০:০০
কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

খুলনার কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা অদ্রিস আদিত্য মন্ডলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে।

কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক রেজওয়ানুল করিম বাদী হয়ে সাবেক এই অধ্যক্ষ ও তার দুই সহকর্মীর নামে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।

যার মামলা নং সিআর-৪৫৮/২৪। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল ও তার দুই সহযোগী প্রভাষক শ্যামল কান্তি রায় ও প্রভাষক বিদেশ রঞ্জন মৃধার সহযোগিতায় ৮৯ লাখ ৭৪ হাজার ৮শ' টাকা আত্মসাত করেছেন। এরমধ্যে এনটিআরসি'র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক আবু সাইদ ও নাজমুল হোসেনের কাছে যোগদানের সময় কলেজের উন্নয়নের কথা বলে ১ লাখ ৪০ হাজার টাকা, ৮ জন শিক্ষক নিয়োগ থেকে ৩৫ লাখ টাকা, শিক্ষক সোনিয়া ও মুন্সি কুতুব উদ্দিনের যোগদানের সময় ২ লাখ টাকা এবং মুন্সী কুতুব উদ্দিন পিএইচডি কোর্স সম্পন্ন করতে গেলে তার কাছে আরও ১ লাখ টাকা, শিক্ষক ফোরকান উদ্দিনের নিয়োগ বাবদ আড়াই লাখ টাকাসহ বিভিন্ন জনের কাছে টাকা নেন।

তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠলে গত ১৫ আগস্ট তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। সাবেক অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল বলেন, 'আমার বিরুদ্ধে যে মামলা হয়েছে তাতে অসঙ্গতি রয়েছে। আমি স্বপদে ফিরে বিষয়টি দেখব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে