বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

মাদারীপুরে টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
  ১২ অক্টোবর ২০২৪, ০০:০০
মাদারীপুরে টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহের তদারকি ও পর্যালোচনার জন্য মাদারীপুরে জেলা-উপজেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে ও শুক্রবার সকালে মাদারীপুর জেলাসহ বিভিন্ন উপজেলার বাজারে গিয়ে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন টাস্কফোর্স কমিটির সদস্যরা।

এ সময় অধিকাংশ দোকান ও আড়তের পাইকারি ব্যবসায়ীকে ক্যাশ মেমো নাম্বার সংবলিত পাকা ভাউচার ব্যবহার করে ক্রয় বিক্রয় করতে নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া অতিরিক্ত দাম না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা শহরের বাজার মনিটরিং পরিচালনা করেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নুসরাত আজমিরী হক। এ সময় উপস্থিত ছিলেন এনডিসি রিজভী আহমেদ সবুজ, সহকারী কমিশনার সালাহ উদ্দিন মাহমুদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা। এ ছাড়া ৫ উপজেলা ও জেলার মধ্যে আরও কয়েকটি টিম বাজার মনিটরিং করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে