'হিন্দু মুসলিম বৌদ্ধ বলতে দেশে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক আমাদের সকলের অধিকার সমান, এখানে সংখ্যালুগু ও সংখ্যা গুরু বলতে কিছু নেই। সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে।'
কথাগুলো বলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। তিনি শুক্রবার লক্ষ্ণীপুরে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন।
তিনি বলেন, 'দুর্গাপূজা যাতে হিন্দু সম্প্রদায়ের লোকজন নির্বিঘ্নে পালন করতে পারে সে জন্য আমাদের ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সজাগ থেকে পাহারা দিচ্ছে।'
তিনি লক্ষ্ণীপুর সদর উপজেলা শ্রী শ্রী জিউর আখড়া, রায়পুর উপজেলার বামনী, কয়াম্পেট হাট, কেরোয়া, চর মোহনা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত লক্ষ্ণীপুর সদর থানা পশ্চিম বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব মাহবুবুর রহমান খোকন, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহেল, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মহি উদ্দিন বিটু, জেলা যুবদলের সদসয় এমএ মোমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জামাল হোসেন, দালাল বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজান চৌধুরী প্রমুখ।