পটিয়ায় সাবেক হুইপ ও এমপিসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ | ১২ অক্টোবর ২০২৪, ০০:০০

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ার আওয়ামী লীগের সাবেক ৩ বারের এমপি ও সাবেক হুইপ শামশুল চৌধুরী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরীসহ ১৩৮ জনের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে পটিয়া থানায়। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র, সাবেক ইউপি চেয়ারম্যান, সাবেক পৌর কাউন্সিলরকেও আসামি করা হয়েছে। গত মঙ্গলবার মো. বাবু বাদী হয়ে পটিয়া থানায় বিস্ফোরক মামলাটি করেন। মামলায় ৬৮ জনকে এজাহারভুক্তসহ আরও ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মো. বাবু উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নম্বর ওয়াডের তালুকদার বাড়ির মোহাম্মদ বকসুর ছেলে। মামলা সূত্রে জানা যায়, পটিয়ার সাবেক দুই সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী, সামশুল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম, সাবেক পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, কোলাগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী, হাবিলাসদ্বীপ ইউপির সাবেক চেয়ারম্যান ফৌজুল কবির কুমার, কুসুমপুরা ইউপির সাবেক চেয়ারম্যান জাকারিয়া ডালিম, জিরি ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু, আশিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এম এ হাশেম, জঙ্গল খাইন ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, বড়লিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু, কেলিশহর ইউপির সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, ধলঘাট ইউপির সাবেক চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন, হাইদগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান বি এম জসিম, দক্ষিণ ভূর্ষি ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, ভাটিখাইন ইউপির সাবেক চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন, কচুয়াই ইউপির সাবেক চেয়ারম্যান ইনজামুল হক জসিম, খরনা ইউপির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, শোভনদন্ডী ইউপির সাবেক চেয়ারম্যান মো. এহসানুল হক, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, সাবেক পৌর কাউন্সিলর প্রকৌশলী রূপক কুমার সেন, গোফরান রানা, গিয়াস উদ্দিন আজাদ, জসিম উদ্দিন, শফিউল আলম, শেখ সাইফুল ইসলাম, সরওয়ার কামাল রাজিব, আ'লীগ নেতা লিটন বড়ুয়া, ডি এম জমির উদ্দিন, মোজাম্মেল হক লিটনসহ আরো অনেককেই আসামি করা হয়েছে। মামলার বাদী বাবু এজাহারে উলেস্নখ করেছেন, গত ৫ অক্টোবর উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের কুরাঙিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার ওপর আসামিরা বাদীর পথরোধ করে। হত্যার উদ্দেশে মারধর করা হয়। এ সময় আসামিরা নগদ পাঁচ হাজার ১০০ টাকা নিয়ে যায়। পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, মঙ্গলবার রাতে থানায় একটি বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।