লংগদুতে ভূমিদসু্যদের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশ | ১২ অক্টোবর ২০২৪, ০০:০০

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে ভূমিদসু্যদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গত বৃহস্পতিবার ভুয়া জালজালিয়াতিসহ সুট কবুলিয়ত তৈরি করে সাধারণ মানুষের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে ভূমিদ্যসুদের বিরুদ্ধে পাহাড়ি-বাঙালি উভয়ের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের ইউএনও অফিসের সামনে ১৩ জন ভূমিদসু্যর নাম উলেস্নখ করে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা বলেন, দীর্ঘদিন ধরে ভূমিদসু্যরা উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ারদের সঙ্গে লিঁয়াজু করে সাধারণ মানুষের জায়গা জমি হাতিয়ে নিয়েছে এবং এখনো নিচ্ছে। তাদের কারণে এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট হচ্ছে। তারা এসব কর্মকান্ডের বিচার দাবি করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে ভুক্তভোগীরা।