বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

ভারতে পাচারকালে কলারোয়া সীমান্তে ৪ বাংলাদেশি আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
  ১২ অক্টোবর ২০২৪, ০০:০০
ভারতে পাচারকালে কলারোয়া সীমান্তে ৪ বাংলাদেশি আটক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে চারজন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। বৃহস্পতিবার সকালে এ আটকের ঘটনা ঘটে। আটকরা হলেন বরিশাল জেলার চরগোপালপুর গ্রামের সাইফুল মুন্সি (৩৫), তার স্ত্রী আঁখি আক্তার (২৭), নেত্রকোনা জেলার সর্বদিঘীয়া গ্রামের আবুল মিয়ার মেয়ে লাকী আক্তার (২৫) ও চুয়াডাঙ্গার জীবননগরের বকুলের মেয়ে পাপিয়া খাতুন (২৪)। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল আলম জানান, 'কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা ভারতে পাচারকালে তাদের আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে, অপর এক অভিযানে ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে আসা প্রায় সাত লাখ টাকা মূল্যের তিনটি গরু চান্দুড়িয়া সীমান্তে আটক করেছে বিজিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে