দুই জেলায় আরও ৩ জনের মৃতু্য
টাঙ্গাইলে ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রকাশ | ১২ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। অপরদিকে কুষ্টিয়ার ভেড়ামারা ও ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৩ জনের মৃতু্য হয়েছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
কালিহাতী ও স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সলস্না নামক স্থানে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। এছাড়া কাভার্ডভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ওই দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয়পাশে অন্তত ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। নিহতরা হচ্ছেন- ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামের আজহারুল ইসলামের ছেলে ট্রাকচালক আনোয়ারুল ইসলাম (৪০) ও একই জেলার আরাজি চশমপুর বেলতুলি গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে ট্রাকের হেলপার আরিফুল ইসলাম (২২)।
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা সমবায় অফিসের অফিস সহায়ক আব্দুল মালেক (৩২) সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার রাত ১২টার সময় মৃতু্য হয়েছে। আব্দুল মালেক ভেড়ামারা উপজেলার রায়টা গ্রামের বীর মু?ক্তিযোদ্ধা মৃত এলাহী বকস সাবান মহলদা?রের ছেলে। ভেড়ামারা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা সমবায় অফিসের অফিস সহায়ক আব্দুল মালেক রায়টা নিজ বাড়ি থেকে মোটর সাইকেলে অফিসে আসার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। আহত আব্দুল মালেককে প্রথমে ভেড়ামারা হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা আশংকাজনক হলে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার রাত ১২টার সময় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে তার মৃতু্য হয়েছে।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় সুফিয়া খতুন (৬২) ও মিঞ্জু আক্তার (৩২) নামে দুইজন নারীর মৃতু্য হয়েছে। জানা যায়, সকালে ভালুকা-গফরগাঁও সড়কে রাংচাপড়া ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা ব্রিজের ওপর দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সৈলাট গ্রামের সাহেব আলীর স্ত্রী ও মিঞ্জু আক্তার শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের আসাদুজ্জামান স্ত্রী।