বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
হবিগঞ্জে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

চার জেলায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১২

স্বদেশ ডেস্ক
  ১২ অক্টোবর ২০২৪, ০০:০০
চার জেলায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১২

পাবনা, কিশোরগঞ্জের বাজিতপুর, নোয়াখালীর চাটখিল, ঢাকার কেরানীগঞ্জে মাদককারবারি, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, সাজাপ্রাপ্ত আসামিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছের্ যাব ও পুলিশ। অপরদিকে হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানকে হত্যা মামলায় আটক করেছের্ যাব। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

পাবনা প্রতিনিধি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেওয়ায় আতিকুর রহমান সাগর (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এলাকাবাসীর তোপের মুখে বৃহস্পতিবার সকালে আতিকুর রহমান সাগর নিজেই থানায় আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। সাগর পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামের আতাউর রহমান ওরফে চাঁদ মন্ডলের ছেলে। এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বৃহস্পতিবার দুপুরে জানান, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে মামলা হবে এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউপি চেয়ারম্যান মো. আহাদ মিয়াকে ঢাকা থেকে আটক করেছের্ যাব। বৃহস্পতিবার দুপুরের্ যাব-১ ও ৯ যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে আটক করে। আহাদ হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলায় গত ২, ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ১১ জন নিহত হয়। এ ঘটনায় তিন হত্যা মামলার অন্যতম আসামি। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর কবীর এ তথ্য নিশ্চিত করেন।

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সেনা সদস্য ও পুলিশ বাহিনীর অভিযানে গত বৃহস্পতিবার বিকালে বাজিতপুর ও নিকলী থানায় এক সাঁড়াশি অভিযানে ৬১ বোতল বিদেশি মদ, ৩৮ লিটার ২৫০ মিলি. মিটার, নগদ টাকাসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হলেন পাটুলী গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আব্দুল বারি (৩৫), নিকলী উপজেলার গুরই ইউনিয়নের পশ্চিম পাড়ার গ্রামের আসান আলীর ছেলে মোহাম্মদ আলী (৪৮), একই ইউনিয়নের মো. সাইফুল হক (২৩), বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের আসানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে খাইরুল ইসলাম (৪৯), একই ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে মেজবাহ উদ্দিন (৩৭), শিয়ালদিপাড় গ্রামের আব্দুল আহাদের ছেলে মজিবুর রহমান (২৫)। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোরাদ হোসেন বলেন, শুক্রবার আসামিদের কিশোরগঞ্জ জেলে পাঠানো হয়েছে।

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালী চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার দশঘরিয়া গ্রামের মো. শাহ আলম হেঞ্জু মিয়ার ছেলে বাবুল হোসেন (২৮) ও শিশু অপহরণ মামলার ওয়ারেন্টের আসামি পরকোট গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মাঈন উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে। চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে গ্রেপ্তার আসামিদের কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে ১২ লাখ টাকা মূল্যের ৩৯৬ বোতল ফেনসিডিলসহ তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছের্ যাব-১০। বৃহস্পতিবার রাতের্ যাবের আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুলস্নাহপুর এলাকায় ঢাকা-মাওয়াগামী রাস্তায় এ অভিযানে মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়। এ বিষয়ে শুক্রবার সকালে লিখিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেনর্ যাবের সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

গ্রেপ্তার হলেন পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার আবুল কাওসারের ছেলে কামরুল হাসান ওরফে রবিন (২৯), মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার জিয়সতলার বাবুল মোলস্নার ছেলে সেলিম মোলস্না (৩৫) (চালক), পটুয়াখালী জেলার গলাচিপা থানার মো. নুরুজ্জামানের ছেলে ফারাবী ইসলাম (২৫) বলে জানা যায়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে