বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

মুরাদনগরে সালিশ বৈঠকে যুবককে কুপিয়ে হত্যা

স্বদেশ ডেস্ক
  ১২ অক্টোবর ২০২৪, ০০:০০
মুরাদনগরে সালিশ বৈঠকে যুবককে কুপিয়ে হত্যা

কুমিলস্নার মুরাদনগরে সালিশি বৈঠকে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে সাবেক সচিবের মরদেহ উদ্ধার, নাটোরের নলডাঙ্গায় হালতির বিলে বজ্রপাতে দুইজন ও চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানোখবরে বিস্তারিত-

মুরাদনগর (কুমিলস্না) প্রতিনিধি জানান, পাওনা টাকা নিয়ে সালিশী বৈঠক চলাকালে এলোপাথারি ছুরিকাঘাতে রাজিব হোসেন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজনকে আহত করা হয়। গত বৃহস্পতিবার রাতে কুমিলস্নার মুরাদনগর উপজেলার নবীপুর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে মারুফ হোসেন (১৯) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। আটক মারুফ উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের আবুল কালামের ছেলে। এ ঘটনায় শুক্রবার বিকেলে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

নিহত রাজিব হোসেন উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। আহতরা হলেন, একই গ্রামের মৃত মালুমিয়ার ছেলে জসিম উদ্দিন (৫৫) ও মোজাফফর হোসেন (৫০) এবং তার ছেলে আক্তার হোসেন (৩০)।

আহত আক্তার হোসেনের স্ত্রী রাবেয়া বেগম জানান, তার ননদ নিলুফা বেগম যাত্রাপুর গ্রামের শিরিনা বেগমের কাছে ১০ হাজার টাকা ধার নেন। সেই টাকা পরিশোধ করতে না পারায় বেশ কয়েকবার সালিস বৈঠক হয়। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে তার ননদ ও স্বামীকে তুলে নিতে শিরিনা ৮-১০ জনের একটি বখাটে দল নিয়ে বাড়িতে আসেন। এসময় তাদের হাতাহাতি হয়। এরপর স্থানীয়রা বিষয়টি মিমাংসার জন্য উভয়পক্ষকে নিয়ে নবীপুর বাজারে সালিশ বৈঠক বসে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈঠক চলাকালে শিরিনার সঙ্গে আসা মারুফ হোসেন ও মারফত মিয়াসহ বেশকয়েকজন রাবেয়া বেগমকে লাথি মারে। এসময় কয়েকজন রাবেয়াকে উঠাতে গেলে প্রতিপক্ষরা ছুরি দিয়ে রাজিব হোসেনকে এলোপাথারি কুপিয়ে আহত করে। তাকে বাঁচাতে এলে বন্ধু আক্তার হোসেন ও তার বাবা মোজাফফর এবং কাকা জসিম উদ্দিনকেও কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা মারুফ হোসেন নামের একজন হামলাকারীকে আটক করে। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি রিসোর্ট থেকে শিল্পমন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহউদ্দিন মাহমুদের (৬২) মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার রাধানগর এলাকায় অবস্থিত বালিশিরা রিসোর্টের একটি কক্ষের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তথ্য নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম।

রিসোর্টের ব্যবস্থাপক (ম্যানেজার) আরিফুল ইসলাম জানান, বুধবার মৌলভীবাজারে পৌঁছে কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন সালাহউদ্দিন মাহমুদ। প্রোগ্রাম শেষে বুধবার সন্ধ্যায় তিনি বালিশিরা রিসোর্টে যান। সকালে তার সফরসঙ্গী নাস্তার জন্য কল করেন। সাড়া না পেয়ে রিসোর্টের ম্যানেজারকে জানান। পরে পুলিশ ও ইউএনও'কে খবর দিয়ে জানালা দিয়ে কক্ষে ঢুকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নাটোর ও নলডাঙ্গা প্রতিনিধি জানান, নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে শুক্রবার ভোরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃতু্য হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার খোলাবাড়িয়া এলাকার নুর হোসেন মন্ডলের ছেলে মোমিন হোসেন (৩৫) এবং নওগাঁর আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা গ্রামের সাদেক আলী ছেলে রায়হান আলী(৩২)।

জানা যায়, ভোরে হালতিবিলে নৌকা নিয়ে শামুক তুলতে যান তারা। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মোমিন হোসেনের মৃতু্য হয়। নৌকায় থাকা অপরজন গুরুতর আহত হন। অন্যদিকে হালতিবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রায়হান আলীর মৃতু্য হয়।

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃতু্য হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার সকালে ঢাকা-কক্সবাজার রেলপথের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানিহাট বাজারের অদূরে রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি রেললাইনের পাশে চলমান কাজের শ্রমিক। ঘটনাস্থলের পাশে একটি ঢালাইয়ের কাজ চলছে। সম্ভবত ঢালাইয়ের ফাঁকে লোকটি রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইল দেখছিলেন। এসময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে