অবসরে গেলেন আইন সচিব গোলাম রব্বানী

প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ক্ষমতার পালাবদলের পর দুই মাসে গুরুত্বপূর্ণ দুটি পদে দায়িত্ব পালন করে অবসরে গেলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানী। বুধবার তার অবসর মঞ্জুর করে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানীকে বিগত আওয়ামী লীগ সরকার জেলা ও দায়রা জজ করে চট্টগ্রামে পাঠিয়েছিল আড়াই মাস আগে। গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে যুগ্ম সচিব পদমর্যাদায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আনা হয়। এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্যই তাকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে বলে সে সময় আলোচনা ছিল। যুগ্ম সচিব থাকা অবস্থায় গত ৮ সেপ্টেম্বর তাকে সচিব হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়। এরপর ১৮ সেপ্টেম্বর আইন ও বিচার বিভাগের সচিব করা হয় গোলাম রব্বানীকে। অবসরে যাওয়ার আগে এক মাসেরও কম সময় সচিব হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন এই সরকারি কর্মকর্তা। তার অবসরের প্রজ্ঞাপনে বলা হয়, বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় ৯ অক্টোবর সরকারি চাকরি থেকে গোলাম রব্বানীর অবসর মঞ্জুর করা হয়েছে। ২০২৫ সালের ৯ অক্টোবর পর্যন্ত ১২ মাস তিনি পূর্ণ গড় বেতনে অবসরোত্তর ছুটি পাবেন।