নতুন কমিটি গঠন
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া থানা বহুমুখী মটর চালক সমবায় সমিতি লি. (নিজস্ব কার্যালয় কোট বাজার)-এর নতুন অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে গিয়াস উদ্দিনকে সভাপতি করা হয়। সদস্যরা হচ্ছেন- যথাক্রমে নাজির হোসেন নাজু, শাকের উদ্দীন, নুরুল আলম ও ছদর উদ্দিন। উপজেলা সমবায় কর্মকর্তা মো. সেলিম উলস্নাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে উক্ত নতুন কমিটি ঘোষণা করেন।
পুরস্কার বিতরণ
ম বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ডা. অন্তরা হালদারের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর, প্রধান শিক্ষক গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার, ফখরুল আলম, মাহাবুবুর রহমান, কমলকান্তি বিশ্বাস, তরিকুল ইসলাম মিঠু, অধ্যক্ষ মাহামুদুল হাসান, সহকারী প্রধান শিক্ষক মাকসুদা আক্তার। উক্ত খেলা পরিচালনা করেন গাভা মাধ্যমকি বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কে.এম শফিকুল আলম জুয়েল।
মহড়া প্রদর্শন
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
'আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে ভূমিকম্প ও অগ্নিকান্ডবিষয়ক মহড়া প্রদর্শিত হয়েছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স'র কর্মীরা এই মহড়া প্রদর্শন করেন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, পার্বতীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার হেমায়েল কবির প্রমুখ।
কাউন্সিল অনুষ্ঠিত
ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি
বাংলাদেশ মানব কল্যাণ ফোরামের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ফরিদপুরের নগরকান্দা অডিটরিয়াম হলরুমে এশিয়ান ইউনিভার্সিটির প্রভাষক মাওলানা ড. মহিবুলস্নাহর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সুতারকান্দা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু বকর নদভী, হাফেজ আব্দুল মান্নান, হাফেজ মুহাম্মাদ উলস্নাহ, বাংলাদেশ মানব কল্যাণ ফোরামের সাবেক সভাপতি মাওলানা মাসউদুর রহমান, সাধারণ সম্পাদক মুফতী মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে। এ সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হন মাওলানা মো. মাসউদুর রহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হন কাজী মো. কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মুফতী মো. জসিম উদ্দিন।
মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সরাইলে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পিংয়ে শতাধিক প্রাণীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার উপজেলার কুট্টাপাড়া হাজী আজদু মিয়ার বাড়িতে এই ক্যাম্পটি আয়োজন করা হয়। সরাইল ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা. মোহাম্মদ কর্তৃক পরিচালিত এই ক্যাম্পের পরিচালনায় ছিলেন ভেটেরিনারি ডা. শ্যামল কুমার চৌধুরী ও ডা. মোহাম্মদ জাহিদ হোসেন। এ ছাড়া ক্যাম্পে উপস্থিত ছিলেন সরাইল ডেইরি উন্নয়ন প্রকল্পের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান রিপন।
সংবাদ সম্মেলন
ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার দুপুরে আড়াইহাজার বাজারে বিএনপি কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে একটি মহল তার বিরুদ্ধে ফেসবুক ইউটিউবে অপপ্রচার করছেন বলে অভিযোগ করেন। এ সময় ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আলী আজগর, বিএনপি নেতা রূপচাঁন মিয়া, সেলিম মেম্বার, মঞ্জুর হোসেন, সিরাজুল ইসলামসহ অনেক নেতাকর্মী।
কমিটি গঠন
ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় নাজিরপুর ইউনিয়নে কর্মরত সামাজিক উন্নয়ন সংস্থা মেঘনা সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার নাজিরপুর অফিস মিলনায়তনে সোসাইটির সাবেক সভাপতি মোন্তাহা বেগমের সভাপতিত্বে ও আসমা খাতুনের পরিচালনায় সভায় আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. রফিকুল ইসলাম, মহিউদ্দিন খান ও আসমা খাতুন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজাউল করিম। এ সময় ছিলেন কলমাকান্দা প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি মো. ফখরুল আলম খসরু, রামপুর কুবরিকান্দা যুব ক্রেডিট ইউনিয়ন লি.-এর চেয়ারম্যান নজরুল ইসলাম।
প্রতিযোগিতা অনুষ্ঠিত
ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
মৌলভীবাজারে দুই দিনব্যাপী মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহরে এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল'র আয়োজনে গত বুধবার শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহম্মেদ আলী, এডুকেয়ার স্কুল পরিচালনা কমিটির পরিচালক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, ম্যানেজমেন্ট কমিটির সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার হিরাজ আলী শাহ, বিএফ শাহীন কলেজের শিক্ষক মাও. আব্দুলস্নাহ আল মামুন, ইম্পেরিয়েল কলেজের কো-অর্ডিনেটর এম সিতাব আলী, ভাইস প্রিন্সিপাল হাবিবুর রহমান হারিস।
আর্থিক অনুদান
ম মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুরে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে উপজেলার কয়েকটি মন্দিরে আর্থিক অনুদান বিতরণ করেন চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। বৃহস্পতিবার বিকালে তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আ.ফ.ম নুরতাজ আলম বাহার, জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মো. গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম বাদল, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক।
সভা অনুষ্ঠিত
ম মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপি আয়োজিত স্থানীয় সুবিদখালী সরকারি র.ই পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. হারুন অর রশিদ মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মো. মোস্তাক আহমেদ পিনু, সদস্য মো. দেলোয়ার হোসেন নান্নু, অ্যাডভোকেট মজিবর রহমান টোটন, জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, সদস্য মো. আসফাকুর রহমান বিপস্নব।
আলোচনা সভা
ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ আব্দুলস্নাহ্? আল মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর ইসলাম, সমবায় কর্মকর্তা মাজহারুল আলম।
র্
যালি অনুষ্ঠিত
ম সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
'আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি' সেস্নাগানকে সামনে রেখে সন্দ্বীপের্ যালি, অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের প্রশাসক ও ইউএনও রিগ্যান চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিক উলস্ন্যাহ, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা সমাজসেবা অফিসার মহসিন আলম।
\হ
মেডিকেল ক্যাম্পেইন
ম বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গরিব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার কাশিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিংয়ের দিকনিদের্শনায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইন চলাকালে বঙ্গবন্ধু সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুনুর রশীদ পরিদর্শন করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া বলেন, 'বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে মানুষ অনেক খুশি হয়েছেন।
অফিস উদ্বোধন
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপির দলীয় অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের সিংগীহাটে আলোচনা সভা শেষে সন্ধ্যায় অত্র ইউনিয়ন বিএনপির দলীয় অফিস উদ্বোধন করা হয়। মান্দা উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক শাহিনুর ইসলামের সঞ্চালনায় ও কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি শহিদুজ্জামান সোহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটি বিএনপি'র সদস্য এমএ মতীন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু, সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
আর্থিক সহায়তা
ম বরিশাল অফিস
বরিশালের মেহেন্দিগঞ্জে বজ্রপাতে নিহত জেলে পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক। রোববার বিকালে মেহেন্দিগঞ্জ উপজেলার সর্বস্তরের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এ সহায়তা প্রদান করেন। মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বরিশালের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ, উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিকসহ আরও অনেকে।
জানাজা সম্পন্ন
ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও বিএনপি নেতা রুহুল আমিন মোলস্নার (৪৫) জানাজা সোমবার সকাল সাড়ে ৯টায় শহীদ মঞ্জুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারাসহ সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর এবং উপজেলা বিএনপির নেতারা ও অসংখ্য লোক উপস্থিত ছিলেন।
অকাল প্রয়াত রুহুল আমিন মোলস্না আড়াইহাজারের মা ও শিশু প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান ছিলেন। তাছাড়া তিনি আড়াইহাজারের সর্বপ্রথম প্রাইভেট হাসপাতাল সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ছিলেন। গত রোববার সন্ধ্যায় উপজেলা সদর বাজারে বিএনপির পার্টি অফিসে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে অসুস্থ হন। তাকে ভুলতার ইউএস বাংলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃতু্যবরণ করেন।