বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

ময়মনসিংহ ও হরিণাকুন্ডুতে সাংবাদিকের উপর হামলা

স্বদেশ ডেস্ক
  ১১ অক্টোবর ২০২৪, ০০:০০
ময়মনসিংহ ও হরিণাকুন্ডুতে সাংবাদিকের উপর হামলা

ময়মনসিংহে যমুনা টিভির সাংবাদিক ও ঝিনাইদহের হরিণাকুন্ডু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। আঞ্চলিক বু্যরো প্রধান ও প্রতিনিধির পাঠানো বিস্তারিত খবর-

ময়মনসিংহ বু্যরো জানান, যমুনা টিভির ময়মনসিংহ বু্যরো চিফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় তার (ভিডিও জার্নালিস্ট দেলোয়ার)-এর ডান হাত ভেঙে ফেলা হয়।

জানা যায়, সকাল সাড়ে ১১টায় সংবাদ সংগ্রেহের কাজে যমুনা টিভির ময়মনসিংহ বু্যরো চিফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন মোটর সাইকেলে করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে পাটগুদাম এলাকার ভৈরব রেল ক্রসিংএ রেলওয়ে নিউ কলোনি এলাকায় পৌঁছালে এক যুবক তাদের উপর অতর্কিত হামলা চালায়। প্রথমে রেল লাইনের পাথর দিয়ে হোসাইন শাহীদের মাথায় আঘাত করে। পরে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন উপর চড়াও হয়। এ সময় ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করে। একপর্যয়ে দেলোয়ারের কানে ও হাতে কামড় দেয় এবং পিটিয়ে তার ডান হাত ভেঙে ফেলে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিউ কলোনি এলাকা থেকে ওই যুবককে আটক করে। তার নাম আলিফ ইমরান, বাবা শফিকুল ইসলাম। ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, হামলাকারীকে আটক করা হয়েছে।

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন (৩০)। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ উপজেলার বিভিন্ন স্থানে পুজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সাংবাদিক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপন। পরিদর্শন শেষে বাড়ি যাওয়ার পথে রিপনের উপর অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা চালায়। হামলায় তার মাথায় গুরুত্বর জখম হয়। তার চিৎকারে স্থানীয়রা এসে রিপনকে উদ্ধার করে হরিণাকুন্ডু হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঝিনাইদহ জেলা ও হরিণাকুন্ডু বিএনপির নেতারা।

হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, এখনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে