বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

পার্বত্য উপদেষ্টার রাঙামাটি পরিদর্শন

স্টাফ রিপোর্টার, রাঙামাটি
  ১১ অক্টোবর ২০২৪, ০০:০০
পার্বত্য উপদেষ্টার রাঙামাটি পরিদর্শন

রাঙামাটিতে সহিংসতার ১৯ দিন পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বুধবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয় পরিদর্শন শেষে তিনি সহিংসতার ঘটনাস্থল পরিদর্শনে বের হন।

পার্বত্য উপদেষ্টা সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা হ্যাপির মোড়, এস. কে. মার্কেট, শেভরণ ডায়াগনস্টিক, বনরূপা বাজার, কাটাপাহাড়, কাঁঠালতলী মৈত্রী বিহারসহ অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজুসহ পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মৈত্রী বিহারে পার্বত্য উপদেষ্টা বলেন, 'ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের দরখাস্ত (আবেদন) দিতে বলেছি এবং ডিসিও ক্ষয়ক্ষতির বিবরণ দেবেন। আমরা যতটুকু পারি সাহায্য করব। আমরা চাই সঠিক বিচার যেন হয় এবং কোনো হয়রানি যেন না হয়। পাহাড়ি-বাঙালি যেই হোক, দোষীই যেন দোষী হয় এবং এটাই আমাদের উদ্দেশ্য।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে