আড়াইহাজারে আধিপত্য নিয়ে বিএনপির দুই গ্রম্নপে সংঘর্ষ, আহত ১২
প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পৃথক স্থানের স্থানীয় বিএনপির দুই গ্রম্নপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়। গত বুধবার দুপুরে ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর ও গোপালদী পৌরসভার কলাগাছিয়া এলাকা এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বড় বিনাইরচর এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর সমর্থিত পনির হোসেনের সঙ্গে একই এলাকার বিএনপি নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সমর্থিত ইমন হোসেনের অনুসারীদের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছে। গত মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জায়গা দখলকে কেন্দ্র করে ইমন ও পনির হোসেনের মধ্যে বাকবিতন্ডা ঘটে। এ নিয়ে পনির হোসেন ইমনের শাশুড়িকে লাঞ্ছিত করে প্রতিপক্ষ। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার সকাল ১১টা ও দুপুর ২টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দু'দফা ধাওয়া পাল্টা ধাওয়া শেষে সংঘর্ষ ঘটে। এতে বিলস্নাল হোসেন, পনির হোসেন, আশিকুর রহমান আশিকসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে গত ৫ আগস্ট গোপালদী পৌর যুবলীগের অফিস ভাঙচুর লুটপাট করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দখলকৃত স্থানে আড়াইহাজার উপজেলা তরুণ দল ও ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুম দেওয়ান নিজস্ব অফিস বানানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয় বিএনপি নেতারা সেখানে তাদের দলীয় অফিস বানানোর প্রস্তাব দেয়। এতে মাসুম দেওয়ান রাজি না হওয়ায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হয়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও এর আশপাশে পুলিশি টহল জোরদার করা হয়েছে।