বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

ফরিদগঞ্জে ৫ আগস্ট গুলিতে নিহত কিশোরের লাশ উত্তোলন

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
  ১১ অক্টোবর ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে ৫ আগস্ট গুলিতে নিহত কিশোরের লাশ উত্তোলন

গণ-অভু্যত্থানের দিন ৫ আগস্ট চাঁদপুরের ফরিদগঞ্জে গুলিতে নিহত কিশোর শাহাদাত হোসেনের (১৬) মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। গত বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের উপস্থিতিতে ওই মরদেহ তার নানার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের বেপারী বাড়ির কবরস্থান থেকে উত্তোলন করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালে পাঠায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক শাসুজ্জামান বলেন, ৫ আগস্ট শাহাদাত হোসেন নিহতের ঘটনায় থানার উপপুলিশ পরিদর্শক ইকরামুল হক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ফরিদগঞ্জ থানায় ৩ সেপ্টেম্বর একটি মামলা করেন। মামলা নং-৩। শাহাদাত রায়পুর উপজেলার আমির হোসেনের ছেলে। শাহাদাত উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামে তার নানার বাড়িতে থাকত। ঘটনার পর সেখানেই মরদেহ দাফন করা হয়। পরে আদালতের নির্দেশে লাশের ময়নাতদন্তের জন্য বুধবার কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে