বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ১১ অক্টোবর ২০২৪, ০০:০০
সভা অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জে 'মাদক বিক্রি ও ব্যবহার রোধে যুব সমাজের ভূমিকা' নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে এ মতবিনিময় স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামের শহিদুল সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুমন সরকার। রাসেল মিয়ার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখে নুরুল ইসলাম, মনির হোসেন, মোয়াজ্জেম হোসেন পলাশ, নাজমুল হোসেন, ওসমান মিয়া, এনামুল হক সাম্মি, রাকিবুল হাসান, ইমন মিয়া, রাশেদ্বীণ সরকার রূপন প্রমুখ।

বক্তারা বলেন, মাদক একটি সামাজিক অভিশাপ। এটি যুব সমাজকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার। মাদকের রাহুগ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে দরকার সামাজিক সচেতনতা। তাই সমাজকে মাদকমুক্ত করতে হলে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। আর সেই দায়িত্ব দেশ, সমাজ ও গ্রামের তরুণ-যুব সমাজকেই নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে