আইরিন হত্যার বিচার চেয়ে শাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০

শাবি প্রতিনিধি
ঢাকায় বেপরোয়া বাসের চাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম জাহান আইরিন নিহতের ঘটনায় ঘাতক বাস চালকের বিচার দাবিতে বিক্ষোভ করেছে নিহত তাসনিমের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আইরিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. খায়রুল ইসলাম, গনিত বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম, এফইটি বিভাগের দেলোয়ার হোসেন, ব্যবসায় প্রশাসনের তৃণা।