নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এছাড়াও গোপালগঞ্জে আরও ১ জনের মৃতু্য হয়। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
সৈয়দপুর ও স্টাফ রিপোর্টার নীলফামারী জানান, নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক দিনে চারজনের মৃতু্য হয়েছে। বুধবার রাতে শহরের পাঁচমাথা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রান্ত (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃতু্য হয়েছে। সে শহরের সবুজপাড়া এলাকার রবিয়াল আলম লালুর ছেলে। একই দিন সন্ধ্যায় নীলফামারী-জলঢাকা সড়কের কচুকাটা ব্রিজের ওপর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দেলোয়ার হোসেন (৬৫) নামের এক ব্যক্তির মৃতু্য হয়েছে। তিনি জলঢাকা রাজারহাট এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে। এদিকে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের ধলাগাছ নামক স্থানে সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় রেহানা বেগম (৪৫) নামের এক মহিলার মর্মান্তিক মৃতু্য হয়েছে। তিনি ওই এলাকার জনৈক আব্দুল বারীর স্ত্রী বলে পুলিশ জানায়। অপর সড়ক দুর্ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার জালালের মোড় নামক স্থানে। প্রত্যক্ষদর্শী জানায়, মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রোজিনা বেগম (৪০) নামের এক মহিলার মৃতু্য হয়েছে। তিনি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কুশানি গ্রামের মঞ্জুরুল ইসলামের স্ত্রী। তারা ডিমলা উপজেলার কলোনি ভাটিয়াপাড়া গ্রামের আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে বাসের ধাক্কায় শিবু সরকার (৪০) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় ওই মোটর সাইকেলের আরোহী সাবেক এক ইউপি মেম্বার স্বপন বিশ্বাস আহত হয়েছেন। নিহত শিবু সরকার সদর উপজেলার বোড়াশী গ্রামের নাম অভিমান্য সরকারের ছেলে। বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।