কর্ণফুলী টানেল রুটে পরিবহণের ভাড়াসহ সার্বিক বিষয়ে গণশুনানি
প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত রোববার বিকেলে চাতরী চৌমুহনী টানেল মোড়ে টানেল রুটে চলাচলকারী পরিবহণের ভাড়াসহ সার্বিক বিষয় নিয়ে বাস-মালিক শ্রমিক (ড্রাইভার-হেল্পার) ও যাত্রীদের সমন্বয়ে এক গণশুনানির আয়োজন করা হয়েছে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইশতিয়াক ইমনের সভাপতিত্বে গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) হুছাইন মোহাম্মদ, আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামী নায়েব আমীর মাস্টার আব্দুল গনি, চট্টগ্রামের সমন্বয়ক জোবাইরুল আলম মানিক, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক প্রমুখ। এছাড়া বাস-মালিক সমিতির পক্ষ থেকে অংশ নেন পিএবি যানবাহন মালিক সমিতির সভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী, পিএবি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, কার মাইক্রো সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম যাত্রীদের পক্ষে সাইফুল ইসলাম। গণশুনানি শেষে সার্বিক বিষয় পর্যালোচনা ভিত্তিতে রিপোর্ট দিতে উপজেলা সরকারি কমিশনারকে (ভূমি) আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।