ডুমুরিয়ায় ভাগাভাগির ১২ লাখ টাকা অবশেষে ফেরত

প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ডুমুরিয়ায় রাজস্ব ফান্ডের ১২ লাখ টাকা আত্মসাৎ করে হজম করতে পারেননি উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ ও তার সহযোগী মুস্তাফিজ। গত মঙ্গলবার উপজেলা পরিষদের কৃষি ব্যাংক ডুমুরিয়া শাখা অ্যাকাউন্টে ওই টাকা জমা দিয়েছেন তারা।  জানা যায়, উপজেলায় ইমারত নির্মাণ অনুমোদনের জন্য ২০২৩-২৪ অর্থবছরে কয়েকশ' আবেদন পড়ে উপজেলা পরিষদে। নীতিমালা অনুযায়ী অনুমোদনকৃত ইমারত স্থাপনে প্রতি স্কয়ার ফুটে এক টাকা হারে উপজেলা পরিষদের কৃষি ব্যাংক অ্যাকাউন্ট তহবিলে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। সে মোতাবেক ওই অর্থ বছরে অ্যাকাউন্টে প্রায় ১৩ লাখ টাকা জমা হয়েছে। কিন্তু রাজস্ব খাতে জমা না দিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ তার একান্ত সিএ-২ প্রশাসক মুস্তাফিজের সহায়তায় গোপনে গত ২৬ মে কৃষি ব্যাংক ডুমুরিয়া শাখা থেকে ১২ লাখ টাকা তুলে ভাগাভাগি করে নেন। বিষয়টি জানাজানি হলে তারা মঙ্গলবার সেই টাকা জমা দেন।  ইউএনও মুহাম্মদ আল আমিন বলেন, ১২ লাখ টাকা উত্তোলনের জন্য শোকজ করা হয়েছিল, মঙ্গলবার রাষ্ট্রের ওই অর্থ ফেরত দিয়েছে তারা।