মোলস্নাহাটে ৭শ' বিঘার মৎস্য ঘের দখলের অভিযোগ

প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০

মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোলস্নাহাটে 'ইন্টার এক্সপার্ট ইন্টা. লিমিটেড'-এর প্রায় ৭শ' বিঘার একটি মৎস্য ঘের জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কোদালিয়া বিলে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। ওই ঘটনায় কোম্পানির নির্বাহী পরিচালক জাহিদ খান মোলস্নাহাট থানা ও আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, উপজেলার কোদালিয়া বিলে তাদের কোম্পানির ২২৬ একর বা ৬৮৫ বিঘার একটি ঘের রয়েছে। ওই ঘেরে মঙ্গলবার দুপুরে অর্ধশতাধিক লোক আকস্মিক হামলা চালায়। ৬ কর্মচারীকে তাড়িয়ে ঘের দখল করে। কর্মচারীদের কাছে বিষয়টি জানতে পেরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনায় লিখিত অভিযোগ করেন জাহিদ খান। এ বিষয়ে অভিযুক্ত মাসুদ শেখ বলেন, তিনি জাকির ভুঁইয়ার থেকে লিজ নিয়েছিলেন, যেহেতু ওই জমি নিয়ে বিরোধের বিষয় জানতে পারছেন, সেহেতু তিনি ওই ঘেরে আর যাবেন না এবং লিজের জন্য দেওয়া টাকা জাকির ভুঁইয়ার কাছে ফেরত চেয়েছেন। জাকির ভুঁইয়া বলেন, কাগজপত্রে বৈধ মালিক তিনি, তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন।