বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
শারদীয় দুর্গাপূজা

প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মন্ডপ পরিদর্শন

স্বদেশ ডেস্ক
  ১১ অক্টোবর ২০২৪, ০০:০০
প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মন্ডপ পরিদর্শন

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অবাধ, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন জেলায় পূজামন্ডপ পরিদর্শন করেছে সেনাবাহিনী, ইউএনও, পুলিশ, বিএনপি ও জামায়াতে ইসলাম। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জ জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ২১ পদাতিক বিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন। বৃহস্পতিবার পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন ১০ ইবির অধিনায়ক ও গোপালগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার, লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল আলম, মেজর আকিকুর রহমান রুশাদ, গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক সহিদুল হক, সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান প্রমুখ।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে গত বুধবার রাতে রানীগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির ও বিরাহিমপুর কাচারি সর্বজনীন দুর্গা মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেন বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ও ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম।

উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানা ওসি নাজমুল হক, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ইউপি সদস্য গোলাম রব্বানী ও আয়নুল ইসলাম, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি মনোরঞ্জন মহন্ত, রানীগঞ্জ সর্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি বাবলু সরকার, সাধারণ সম্পাদক স্বরুপ সাহা।

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আট ইউনিয়নের দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। গত বুধবার সকালে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনিচুর রহমান প্রমুখ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার তারা উপজেলার ছয় ইউপির বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় পূজা পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য সাগর আলী, উপজেলা আমির মাওলানা আব্দুর রহিম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক সেক্রেটারি নুর নবী প্রমুখ। অন্যদিকে, বিএনপির ঘাটনগর ইউপি শাখার নেতৃবৃন্দ সংশ্লিষ্ট ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে মন্ডপ পরিদর্শন করেন।

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির রামগড়ে গত বুধবার বিকালে শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ির পূজামন্ডপ পরিদর্শন করেন ৪৩ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন ও রামগড় ইউএনও মমতা আফরিন। উপস্থিত ছিলেন এসিল্যান্ড ইসমত জাহান তুহিন, ৪৩ বিজিবির এডি রাজু আহমেদ, কালীবাড়ি কমিটির উপদেষ্টা বাদল চক্রবর্তী, কমল মজুমদার, নারায়ণ মজুমদার প্রমুখ।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর সাপাহারে বুধবার রাতে মন্ডপ পরিদর্শন করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাহমুদুস সালেহীন। সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু, শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাহাপাড়া মন্দিরের সভাপতি মানিক সাহা, পালপাড়া মন্দিরের সাধারণ সম্পাদক চঞ্চল পাল প্রমুখ।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বুধবার রাতে মন্ডপ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার প্রতু্যষ কুমার মজুমদার। তার সঙ্গে ছিলেন ইউএনও নাহিদুর রহমান, এএসপি মেহেদী হাসান, আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন, পূজা উদযাপন পরিষদ উপজেলার সহসভাপতি খোকন মিত্র, যুগ্ম সম্পাদক সুকান্ত ভৌমিক অটল, মন্ডপের সভাপতি সুশান্ত দে, রাজন মিত্র প্রমুখ।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে মন্ডব পরিদর্শন করেছেন সেনাবাহিনীর মেজর আবদুলস্নাহ আল শরীফ। গত মঙ্গল ও বুধবার উপজেলার পাগলা এবং গফরগাঁও থানার বিভিন্ন মন্ডপ পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পূজা উদযাপন কমিটিসহ স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলস্নীপ কুমার রায়, সাধারণ সম্পাদক অনিল রায় প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে