রাজশাহীর বাজারে বিক্রি হচ্ছে কাটা ইলিশ

প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০

রাজশাহী অফিস
রাজশাহীতে কেটে পিস হিসেবে বিক্রি হওয়া ইলিশ কিনতে ক্রেতাদের ভিড় -যাযাদি
দীর্ঘদিন থেকে দেশের বাজারে আকাশছোঁয়া ইলিশের দাম। নিম্ন আয়ের মানুষের কাছে ইলিশের স্বাদ আর গন্ধ অধরা। এবার এই মাছের স্বাদ নিতে পারবেন জনসাধারণ। সেই সুযোগ করে দিলেন রাজশাহীর ব্যবসায়ীরা। এখন পাওয়া যাচ্ছে কাটা ইলিশ। যে কেউ একটি ইলিশের যার যতটুক প্রয়োজন ততটুকু ক্রয় করতে পারবেন। বৃহস্পতিবার সকালে নগরীর সাহেব বাজারের মাছপট্টিতে কাটা ইলিশ মাছ বিক্রির উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ ও মৎস্যজীবী সমিতির নেতারা। দীর্ঘদিন পর ইলিশের স্বাদ নিতে পারায় আনন্দিত ক্রেতা-সাধারণ। তবে দাম কমানোর দিকে নজর দেওয়ার দাবি তাদের। রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেন, কেউ চাইলেই এখন সর্বনিম্ন আড়াইশ' গ্রাম ইলিশ কিনতে পরাবেন। এতে গোটা ইলিশের চেয়ে কেজিতে ২০০ টাকা দাম বেশি পড়বে। অন্যদিকে ব্যবসায়ী নেতারা বলছেন, ক্রেতাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই এমন ব্যাতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে সব শ্রেণি-পেশার মানুষ ইলিশ কিনতে পারেন। ইলিশ কিনতে আসা শহিদুল ইসলাম বলেন, 'বর্তমানে দামের উর্ধ্বগতির কারণে বড় ইলিশ কেনা সম্ভব হয় না। বড় ইলিশ ক্রয় করতে গেলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। ইচ্ছেমতো যতটুকু প্রয়োজন তা ক্রয় করে অল্পদামে বড় ইলিশের আমরা স্বাদ নিতে পারছি এটাই বড় পাওয়া।' এছাড়াও অন্য ক্রেতারা বলেন, কাটা ইলিশ বিক্রি করছে তা ভালো খবর। তবে দাম কমানো উচিত। এছাড়া কাটা ইলিশ ক্রয় করলে সেটাও কেজিতে ২০০ টাকা বেশি। এসব বিষয় পুনরায় বিবেচনা করা উচিত বলে জানান তারা। অনিয়ন্ত্রিত বাজার সিন্ডিকেট এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে নাগালের বাইরে ইলিশের বাজার। নতুন সরকারের কাছে সচেতন মহলের দাবি বাজার সিন্ডিকেট ভেঙে দাম নিয়ন্ত্রণ করা।