কেরানীগঞ্জে চালককে হত্যা করে অটো ছিনতাই
চার জেলায় ব্যবসায়ীসহ ৪ জনের লাশ উদ্ধার
প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলের ভূঞাপুর, নীলফামারী, পাবনার ঈশ্বরদী ও নেত্রকোনার দুর্গাপুর থেকে মাংস ব্যবসায়ীসহ চারজনের লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়া ঢাকার কেরানীগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল ও ভূঞাপুর প্রতিনিধি জানান, বঙ্গবন্ধুসেতু-ভূঞাপুর সড়কের কষ্টাপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার সকালে সাইফুল ইসলাম (৪৫) নামে এক মাংস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাইফুল ইসলাম ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের মৃত বদি মিয়ার ছেলে। তিনি ঢাকার আশুলিয়ায় মাংস বিক্রি করতেন।
স্থানীয়রা জানায়, ভোরে জনৈক ব্যক্তি সড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় তিনি রাস্তার পাশে একটি মানুষ পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখতে পান তিনি মৃত। পরে তাকে চিনতে পেরে পরিবার ও থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পরিবার জানায়, সাইফুল ইসলাম দেড় মাস আগে সপরিবারে আশুলিয়া চলে যান। গত বুধবার সন্ধ্যায় তিনি ঢাকার আশুলিয়া থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছে পরিবার জানতে পারে- কে বা কারা সাইফুলকে মেরে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখেছে।
ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা চেতনানাশক দ্রব্য জাতীয় কিছু খাইয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে বৃহস্পতিবার সকালে বিদু্যৎস্পৃষ্ট হয়ে হাছানুর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার ইাটাখোলা ইউনিয়নের জামাতিপাড়ার ইয়াকুব আলীর ছেলে।
নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ বলেন, নিজঘরে ফ্যান লাগাতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃতু্য হয়। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদীতে লিচু বাগান থেকে নয়ন হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে ধারাল অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহত নয়ন উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের কাঠ ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে এবং পেশায় ইলেকট্রিক্যাল মেকানিক ছিলেন।
স্বজনরা জানান, জয়নগর শিমুলতলা বাজারে তার টিভি/ফ্যান মেরামতের একটি দোকান রয়েছে। প্রতিদিন রাত ৯-১০টার মধ্যে তিনি দোকান বন্ধ করে বাড়িতে ফিরতেন। বুধবার রাত ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় এবং নয়নের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার পরিবার খোঁজাখুঁজি করতে থাকে। সকালে পাশের একটি লিচু বাগানে লাশ পড়ে থাকার খবরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে নয়নের লাশ শনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপস্নব কুমার গোস্বামী জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়জায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা, চাকু দিয়ে খুঁচিয়ে এবং শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আদিবাসী যুবক রুয়েল রিছিলের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলেই মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। এর আগে গত মঙ্গলবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া বটতলা জিরো পয়েন্ট এলাকায় নিখোঁজের ঘটনা ঘটে। রুয়েল রিছিল একই ইউনিয়নের দাহাপাড়া গ্রামের আদিবাসী কৃষক অনুত সাংমার ছেলে। দুর্গাপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বুধবার মধ্যরাতে কলাতিয়া ইউনিয়নের বেলনা এলাকায় অবস্থিত ইকো রিসোর্টের পাশে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম মো. রকি (২১)। তিনি উপজেলার শাক্তা ইউনিয়নের নারায়ণপট্টি গ্রামের মৃত লালন মিয়ার ছেলে।
জানা গেছে, এলাকাটিতে জনবসতি কম। ছিনতাইকারীরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে অটোরিকশা ছিনতাই করতে চেয়েছিল। কিন্তু তাদের বাধা দেওয়ায় চালককে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) ইলিয়াস হোসেন।