শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

মধুখালীতে পানিবন্দি একাধিক পরিবার

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  ১১ অক্টোবর ২০২৪, ০০:০০
ফরিদপুরের মধুখালীতে জলাবদ্ধ বসতঘর -যাযাদি

ফরিদপুরের মধুখালীতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিবন্দি হয়ে রয়েছে অনেক পরিবার। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাড়ির আশপাশে পানিতে রাস্তাঘাট সব ডুবে আছে। বাড়িতে পানি জমে থাকায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। বাড়ছে পানিবাহিত রোগ। ভুক্তভোগীদের অভিযোগ ড্রেন দিয়ে পানি বের হতে না পারার কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

পানিবন্দি শামিম শেখের সঙ্গে কথা বলে জানা যায়, তার বাড়িসহ পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া এলাকার ২নং ওয়ার্ডের ইমামবাড়ীর রাস্তার পাশে থাকা বেশকিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পৌরসভার নেই পানি নিষ্কাশন ব্যবস্থা। যার কারণে ড্রেন দিয়ে আর কোনো পানি বের হচ্ছে না। এ কারণে বৃষ্টির পানি আটকে গত এক মাস ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

গত সপ্তাহের চার দিনের টানা বৃষ্টিতে পানি আরও বেড়ে উপজেলার নওপাড়া, মেগচামী, ইউনিয়নসহ পৌর এলাকার গাড়াখোলা, গোন্দারদিয়া এলাকার শতাধিক বাড়িঘরে পানি প্রবেশ করেছে। বাড়িতে পানি ওঠায় অনেকে আত্মীয়দের বাড়িতে চলে গেছেন। কেউ কেউ গৃহপালিত পশু গরু-ছাগল নিয়ে রেল লাইনে আশ্রয় নিয়েছেন। নোংরা ও পঁচা পানিতে চলা ফেরার কারণে অনেকের হাত পায়ে ঘাঁ দেখা দিয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, পৌরসভার ২নং ওয়ার্ডের গোন্দারদিয়া এলাকাজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এলাকার সবগুলো বাড়ির চারপাশে থৈ থৈ পানি জমেছে। নিচু বাড়িঘরে ঘরের ভেতর পানি প্রবেশ করেছে।

পানিবন্দি আব্দুল আলীম বলেন, 'আমি এখানে ত্রিশ বছরের বেশি সময় ধরে বসবাস করছি। ভারি বর্ষণে পানি বের হতে পারছে না। আমরা একাধিক পরিবার পানিবন্দি হয়ে আছি। গরু-ছাগল রাস্তায় রেখেছি। পানির মধ্যে চলাচল করার কারণে হাত পায়ে ঘাঁ হয়ে যাচ্ছে। চুলকানিসহ বিভিন্ন রোগবালাই দেখা দিচ্ছে। রেললাইনে এসে সময় কাটাই।' সাব্বির বলেন, 'বাড়ির ভেতর হাঁটু পানি হয়ে যায়। আসা যাওয়া করা যায় না। রান্না ঘরে পানি থাকায় খাওয়ার সমস্যা হচ্ছে। রাস্তাঘাট সব পানির নিচে। পানি অতিরিক্ত নোংরা। নামতেও ঘৃণা করে। তাও নামতে হচ্ছে। আমরা এ থেকে পরিত্রাণ চাই।'

মধুখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম আজম বলেন, পৌরসভার পর্যায়ক্রমে সব এলাকা ড্রেনের আওতায় নিয়ে আসা হবে। তখন পানির সমস্যার সমাধান হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে