পূর্বধলায় পানির নিচে কৃষকের স্বপ্ন

প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় বন্যার পানিতে নিমজ্জিত আমন ক্ষেত -যাযাদি
গত এক সপ্তাহ আগেও পুরো উপজেলার ফসলি মাঠগুলোতে ছিল সবুজের সমারোহ। বাতাসে দোল খেত সবুজ ধানের পাতা। সেই সঙ্গে দোল খেত কৃষকের স্বপ্ন। ফসলের নিবিড় চর্চায় কৃষক যখন স্বপ্নবোনা শুরু করেন, ঠিক তখনই অসময়ের বন্যা তাদের সব স্বপ্ন পানিতে তলিয়ে দেয়। ধান ক্ষেতের জায়গায় এখন শুধু পানি আর পানি। এতে ব্যাপক ক্ষতির মধ্যে পড়েন উপজেলার কয়েক হাজার কৃষক। বলছিলাম নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আমন ফসল তলিয়ে যাওয়া নিয়ে কথা। বন্যায় উপজেলার ৪ ইউনিয়নের ২২টি গ্রাম পস্নাবিত হয়। এতে মানুষের দুর্ভোগের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে আমন ফসল। কয়েকদিনের ভারী বর্ষণে প্রথমে উপজেলার ১১টি ইউনিয়নের নিম্নাঞ্চল পস্নাবিত হয়।। পরে পাহাড়ি ঢলে কংস নদের পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিতে পড়ে দামপাড়া পানি ব্যবস্থাপনা প্রকল্পের বেড়িবাঁধটি। পরে গত রোববার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা অংশে বাঁধটি ভেঙে গেলে প্রবলবেগে পানি প্রবেশ করতে থাকে। এর ফলে পানি আরও বৃদ্ধি পেয়ে উপজেলার ৪ ইউনিয়নের ২২ গ্রাম পস্নাবিত করে। কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। তলিয়ে যায় প্রচুর পরিমাণে আমন ফসল। ক্ষতিগ্রস্ত হয় সবজির ক্ষেত। সরেজমিন গিয়ে দেখা গেছে উপজেলার ঘাগড়া ইউনিয়ন, জারিয়া, ধলামুলগাঁও, বিশকাকুনী, হোগলা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে ব্যাপক পরিমাণের আমন ফসল পানির নিচে তলিয়ে আছে। উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাইঞ্জা গ্রামের বুলবুল আকন্দ জানান, তার ৪০ কাঠা জমির (৮ শতকে এক কাঠা) পুরো ফসলই পানির নিচে তলিয়ে যাওয়ায় বড় ক্ষতির মুখে পড়েছেন। জারিয়া ইউনিয়নের মো. মেজবাহ উদ্দিন, হোগলা ইউনিয়নের ফারুক হোসেন ফকির ও বিশকাকুনী ইউনিয়নের নজরুল ইসলাম কাজল জানান, তাদের এলাকায় রোপিত বেশিরভাগ আমন ফসল ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আলমগীর কবীর জানান, বন্যায় উপজেলার দুই হাজার একশ' হেক্টর জমির আমন ফসল তলিয়ে গেছে। সেই সঙ্গে বিনষ্ট হয়েছে ২৫ হেক্টর জমির বিভিন্ন ধরনের সবজি। এতে প্রায় ৫ হাজার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে প্রণোদনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সরকারিভাবে প্রণোদনার মাধ্যমে তাদের ক্ষতি পুষিয়ে নিতে চেষ্টা করা হবে।