সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১০ অক্টোবর ২০২৪, ০০:০০

প্রতিনিধি
মতবিনিময় সভা ম লক্ষ্ণীপুর প্রতিনিধি লক্ষ্ণীপুরের রামগঞ্জ দল্টা ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির পরিচিতি, সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কলেজের হলরুমে সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিংবডির নবনির্বাচিত সভাপতি মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আব্দুল হান্নান লাবলু, বক্তব্য রাখেন বিদ্যোৎসাহী সদস্য মো. মনির হোসেন প্রমুখ ফ্যান বিতরণ ম মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে চা-শ্রমিকদের মধ্যে রেইনকোট, সেলাই মেশিন ও ফ্যান বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ মো. শাহজাহান। প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুন, উপজেলা বিএনপির সহসভাপতি পারভেজ হোসেন চৌধুরী, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, প্রধান শিক্ষক ইস্কান্দার মির্জা ফারুক, নূরজাহান আক্তার, আবু তাহের প্রমুখ। বীজ বিতরণ ম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ১০০ জন কৃষকের মধ্যে পেঁয়াজের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, বিএনপি সভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান আলী, সাংবাদিক আনোয়ারুল ইসলাম প্রমুখ। পিপিআর টিকা ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি সারাদেশের মতো নওগাঁর পোরশায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় 'পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পে'র আওতায় ছাগল এবং ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে পিপিআর ২য় ডোজ টিকা প্রদান কর্মসূচি চলছে। ১ অক্টোবর থেকে উপজেলার ছয়টি ইউনিয়নের ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত আনুমানিক ১ লাখ ৯০ হাজার ছাগল এবং ভেড়াকে পিপিআর টিকার ২য় ডোজ প্রদান করা হবে। টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ন কবির। নতুন অধ্যক্ষ ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমীন। তিনি মঙ্গলবার সকালে আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। নতুন অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমীন মঙ্গলবার সকালে অধ্যক্ষ হিসেবে যোগদান করার পর শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে তাকে বরণ করা হয়। নতুন অধ্যক্ষ মো. রুহুল আমীন বলেন, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নসহ কলেজের পরিবেশ ও সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করা হবে। তিনি এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেছেন। সচেতনতামূলক সভা ম চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেফায়েত উল হাসান, সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার, মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির, সাংবাদিক আবদুস সবুর কাজল, চরভদ্রাসন মৎস্য সমিতির সভাপতি মোহাম্মদ কাসেম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্ষেত্র সহকারী শামীম আরেফিন। আগামী ১৩ সেপ্টেম্ব থেকে মা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত নিষিদ্ধ। এ বিষয়ে উপস্থিত মৎস্যজীবীদের সচেতন করার পাশাপাশি আইনগত বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। উপস্থিত মৎস্যজীবীরা এই ২২ দিন নদীতে মাছ না ধরার বিষয়ে প্রতিশ্রম্নতি প্রদান করেন। ইউএনও'র যোগদান ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সৈয়দা ইয়াসমিন সুলতানা যোগদান করেছেন। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা শামীম হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়'র সংস্থাপন শাখার সিনিয়র সহকারী কমিশনার কাজী মোহাম্মদ অনিক ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের আদেশ জারি করেন। সৈয়দা ইয়াসমিন সুলতানা বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের কর্মকর্তা এবং তার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা ও ভিপি সেল) হিসেবে কর্মরত ছিলেন। মতবিনিময় সভা ম স্টাফ রিপোর্টার, রাঙামাটি সম্প্রীতি রক্ষায় হেডম্যানদের সঙ্গে রাঙামাটির ওয়াগ্‌গাছড়া জোন, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) মতবিনিময় সভা অনুষ্ঠিত। বুধবার সকালে কাপ্তাই ৪১ বিজিবির সদর দপ্তরের কনফারেন্স রুমে এ সময় হেডম্যানদের সঙ্গে মতবিনিময় করেন রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৪১ বিজিবির উপ-অধিনায়ক মেজর লতিফুল বারী, মেডিকেল অফিসার মেজর এস এম আশিকুজ্জামানসহ ওয়াগ্‌গাছড়া জোনের আওতায় হেডম্যানরা। নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুরের মন্মথপুর আইডিয়াল কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন এ এস এম মোশতাক আহমেদ। তিনি একই কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। জানা গেছে, কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের যোগদান উপলক্ষে পার্বতীপুর মন্মথপুর আইডিয়াল কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে সংবর্ধনা প্রদান করেন। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজ পরিচালনায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রীতি ক্রিকেট ম্যাচ ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আল হাসানাহ স্কুলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার পৌর শহরের গুয়াগাঁওয়ে স্কুলের ক্যাম্পাস-২-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল-হক মিম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, প্রধান শিক্ষক বেলাল হোসেন, বিএনপি নেতা ফারুক হোসেন। আর্থিক সহায়তা ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল নুর উলস্নাহ জুয়েলের নির্দেশনায় রাজস্থলী সাব-জোনের উদ্যোগে সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে রাজস্থলী শ্রী শ্রী হরিমন্দির পূজামন্ডবে এই সহায়তা প্রদান করেন রাজস্থলী সাব-জোন অধিনায়ক ক্যাপ্টেন ফারহান আবরার কবির। এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্প জেসিও, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আশরাফুল ইসলাম, পূজা কমিটির সভাপতি মিঠুল চন্দ্র দে, বাজার কমিটির সভাপতি ধনরাম কর্মকার। পরিচ্ছন্নতা অভিযান ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। 'আপনার হাতেই হোক পরিচ্ছন্ন পৌরসভা' স্স্নোগানে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে অভিযান চালিয়েছে বিডি ক্লিন কালীগঞ্জ শাখা টিম। বুধবার দুপুরে পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও কালীগঞ্জ পৌর প্রশাসক এসএম ইমাম রাজী টুলু। এ সময় ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জহির উদ্দিন, পৌর নির্বাহী মিলন মিয়া, পৌর প্রশাসক মাসুদুজ্জামান, সহকারী প্রকোশলী মন্নুর আহমেদ, স্যানিটেশন কর্মকর্তা মীর মোশারফ, হিসাবরক্ষক দুলাল মোড়লসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। প্রণোদনা হস্তান্তর ম নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি নানিয়ারচর সেনা জোন ১০ বীর কর্তৃক 'সম্প্রীতি ও উন্নয়ন' প্রকল্পের আওতায় দায়িত্বপূর্ণ এালাকায় আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচিতে জোনের আওতাধীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে পালনের জন্য নানিয়ারচর জোনের পক্ষ থেকে প্রণোদনা প্রদান করা হয়েছে। এ সময় নানিয়ারচর সেনা জোন অধিনায়ক বিএ-৭৫৯৭ লে. কর্নেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি) নানিয়ারচর জোন মন্দির সভাপতির কাছে উক্ত প্রণোদনা হস্তান্তর করেন। অন?্যদিকে স্থানীয়রা জানান, নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকান্ডে স্থানীয় সর্বস্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা। সভা অনুষ্ঠিত ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি নবাগত বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সঙ্গে কচুয়া উপজেলায় কর্মরত সব সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান অতিথি নবাগত বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এ সময় বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান মাদক, বাল্যবিবাহ নিরোধসহ শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন। ত্রাণসামগ্রী বিতরণ ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় অসহায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা যুবদল। জানা গেছে, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বিএনপির মেয়র নমিনী মো. আব্দুলস্নাহ আল মামুন খান রনি মঙ্গলবার বিকালে ব্যক্তিগত উদ্যোগে পূর্বধলা উপজেলার ঝাঞ্জাইল ইউনিয়নের ৫ শতাধিক পানিবন্দি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, গুর, পানির বেতাল, খাবার স্যালাইন, দিয়াশলাই। সংবর্ধনা প্রদান ম ধুনট (বগুড়া) প্রতিনিধি বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান সাবেক ছাত্রদল নেতা শাহাদৎ হোসেন পিস্টনকে সংবর্ধনা প্রদান করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে এলাঙ্গী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা। এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম সম্রাটের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদ মাহমুদ সুমন, কামরুল হাসান। মতবিনিময় সভা ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর নিয়ামতপুরে নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের সঙ্গে নিয়ামতপুর প্রেস ক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ওসির নিজস্ব কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন, যুগ্ম-সম্পাদক তৈয়বুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম শাহ আলম, অর্থ সম্পাদক জামিনুর ইসলাম, দপ্তর সম্পাদক রনজিত মিনজ, কার্যকরী সদস্য রেজাউল ইসলাম সেলিম, রকিবুল ইসলাম, নাজমুল হক, জাকির হোসেন প্রমুখ। পুরস্কার বিতরণ ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা শহীদ হাফিজার রহমান অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, মাধ্যমিক কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, প্রধান শিক্ষক আতাউর রহমান, তাজুল ইসলাম, হারুনুর রশিদ, অধ্যক্ষ মাহবুবে রফিক প্রমুখ। স্বাস্থ্য ক্যাম্প ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের বিশেষায়িত স্বাস্থ্য (গাইনি ও শিশু স্বাস্থ্য বিষয়ক) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার মাহালীপাড়া পিভিসিতে অনুষ্ঠিত ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ ঈসা। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মেডিকেল অফিসার ডা. বাসারাত নোয়েল। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো. ফিরোজ আহমেদ, টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) মো. মেহেদী হাসান, এটিও নিউট্রিশন মো. ফারুক হোসেন, এটিও লাইভলীহুড দীপক চন্দ্র রায় প্রমুখ। চেক বিতরণ ম ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি পিরোজপুরের ভান্ডারিয়ায় বুধবার উপজেলা কেন্দ্রীয় মদনমোহন জিউ মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসুর উপস্থিতিতে অনুদানের চেক বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা মো. মাহমুদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন ও উপজেলা পূজা উৎযাপন কমিটির নেতারা। জমি উদ্ধার ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও বনবিভাগের যৌথ অভিযানে ৩০ একর সরকারি খাসজমি দখলমুক্ত করা হয়েছে। এছাড়াও বালু ভর্তি ডাম্পার ও ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমদের নেতৃত্বে উপজেলা পালংখালী ইউনিয়নের বালুখালী ও থাইংখালীতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পুলিশ ও বনসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও একই দিন বালুখালীতে অভিযান পরিচালনা করে ইজারা বহির্ভূত বালু উত্তোলন করার সময় বালিভর্তি ডাম্পার জব্দ করেছে প্রশাসন। একইভাবে অভিযানে থাইংখালী এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা করাতকলের যন্ত্রাংশ ও কাঠ জব্দ করেছে আভিযানিক দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমদ জানান, বালুখালী মরাগাছতলা এলাকায় ৩০ একর সরকারি খাসজমি জবরদখলমুক্ত করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।