সাবেক মেয়রসহ তিন জেলায় গ্রেপ্তার ৩
প্রকাশ | ১০ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
ময়মনসিংহের মুক্তাগাছায় সাবেক পৌর মেয়র, পাবনার ঈশ্বরদীতে ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ঢাকার কেরানীগঞ্জে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলস্নাল হোসেন সরকারকে (৫৮) আটক করেছের্ যাব। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতের্ যাবের একটি আভিযানিক দল ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে দখলদারিত্ব, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি, ঘুষসহ নানা অভিযোগে মুক্তাগাছা থানায় ৭টি ও ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামি বিলস্নাল হোসেন সরকারকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে, প্রেস বিজ্ঞপ্তিতের্ যাব-১৪ বিষয়টি নিশ্চিত করেন।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা করার মামলায় ঈশ্বরদী পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেল রানা (৪৭) ওরফে ফেন্সি সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মশুড়িয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল পৌর শহরের আকবরের মোড় মশুড়িয়াপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার করা মামলায় ওই সময়ের বিভিন্ন ভিডিও দেখে আসামি শনাক্ত করে গ্রেপ্তার প্রক্রিয়া চলমান।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র আক্রমণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলার আসামি ছাত্রলীগ নেতা জসীম আহম্মেদ নীরবকে গ্রেপ্তার করেছের্ যাব। জসীম আহম্মেদ নীরব দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
বুধবার ঢাকার শাহবাগ থানার সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়ে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেনর্ যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইস্টার্ন বাজার এলাকায় বেশ কিছু অস্ত্রধারী আগ্নেয়াস্ত্র, রাম দা, চাপাতি, হকিস্টিক এবং লাঠিসোটা নিয়ে ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি আক্রমণ করে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জসীম আহম্মেদ নীরবসহ ৩০১ জন এবং অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়।
গ্রেপ্তার জসীমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানর্ যাবের এই কর্মকর্তা। এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ওসি মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা জসীমকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।