মেহেরপুরের গাংনীতে সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে, টাঙ্গাইলের কালিহাতীতে ডিমের আড়তে জরিমানা করা হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, ভুয়া আমদানিকারক ও বাজারজাতকারীর সিল ব্যবহার করে পণ্য বিপণন করার অপরাধে মেহেরপুরের সুপার শপ গাংনী শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। উপ-পরিচালক সজল আহমেদ জানান, সুপার শপের গাংনী শাখার ব্যবস্থাপক মাহফুজুর রহমান নাভা ডিস্ট্রিবিউশন নামের ভুয়া আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এমএন ট্রেডার্সের সিল ব্যবহার করে সাবান, চকোলেট, বিস্কুট ও বডি স্প্রে বিপণন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। ঘটনার সত্যতা পাওয়া গেলে ওই শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে সুপার শপের সব শাখা থেকে ভুয়া সিল ব্যবহার করা মালামাল তুলে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান চলাকালে ছিলেন মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের স্যানেটারি ইন্সপেক্টর ও উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মশিউর রহমান ও জেলা পুলিশের একটি টিম।
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয় বিভিন্ন অভিযোগে একটি ডিমের আড়তকে প্রশাসনিক ব্যবস্থায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার দুপুরে উপজেলার জোকারচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, দুপুরে উপজেলার জোকারচর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল তদারকিমূলক অভিযান চালায়। এ সময় মুরগির খামারি ও ডিমের পাইকারি আড়তে পাইকারি বিক্রয় রসিদ না দেওয়া ও অতিরিক্ত দামে ডিম বিক্রি করায় মেসার্স আসাদ পোল্ট্রি ফিডকে ৫০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অভিযানে সবাইকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে চলার অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপেস্নট বিতরণ করা হয়। অভিযানে সহায়তা করেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি হিসেবে জেলা স্যানিটারি ইন্সপেক্টর।