বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশ | ১০ অক্টোবর ২০২৪, ০০:০০

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৩ গ্রামের মানুষ। মঙ্গলবার দুপুরে ঘণ্টাব্যাপী খনির প্রধান গেটের সামনে পার্বতীপুর-বড়পুকুরিয়া-ঢাকা মহাসড়ক অবরোধ করে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহাসড়কের উভয় পাশের প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। 'বড়পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটি' বৈগ্রামের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা, চৌহাটী গ্রামের মতিয়ার রহমান, হযরত আলী, গোলাম রহমান, আতাউর রহমান প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ মিছিল খনি এলাকা প্রদক্ষিণ করে। এতে ১৩ গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়। বক্তারা বলেন, 'প্রতিনিয়ত বসতবাড়ি ফাটছে, দেবে যাচ্ছে। ক্রমান্বয়ে বাড়িঘরের ফাটল বৃদ্ধি পাচ্ছে। মৃতু্যঝুঁকি নিয়ে আমরা সেখানে বসবাস করছি। বৈগ্রাম, কাশিয়াডাঙ্গা, মোবারকপুর, জব্বরপাড়া, দণি রসুলপুর (বড়), দণি রসুলপুর (ছোট), চক মহেশপুর, পূর্ব জব্বরপাড়া, উত্তর চৌহাটি, চৌহাটি, সাহাগ্রাম, দুর্গাপুর ও হামিদপুর গ্রামে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সার্ভে পর্যন্ত করা হয়নি। আগামী ২০ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।