কুলাউড়ায় নির্বিঘ্নে পূজা উদযাপনের আহ্বান সেনাবাহিনীর

প্রকাশ | ১০ অক্টোবর ২০২৪, ০০:০০

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন লে. কর্ণেল সাজ্জাদুল আহসান। দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে মঙ্গলবার দিনব্যাপী তিন উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন তিনি। ওইদিন সিলেট বিভাগের সবচেয়ে বড় কুলাউড়া কাদিপুরের শিববাড়ী পূজামন্ডপ পরিদর্শনে আসেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন মেজর আকিব ও ক্যাপ্টেন আল ইমরান আদনান। পরিদর্শন শেষে লে. কর্ণেল বলেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনী সার্বক্ষণিক তদারকিতে থাকবে। বিশেষ করে সিলেট বিভাগের সবচেয়ে বড় এই শিববাড়ী পূজামন্ডপে দর্শনার্থীদের আগমন ঘটে বেশি। কাজেই শিববাড়ী পূজামন্ডপে যাতে সব ধরনে নিরাপত্তা নিশ্চিত হয় সে ব্যবস্থা নিয়েছে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী। এ ব্যাপারে কুলাউড়া ক্যাম্পের ক্যাপ্টেন আল ইমরান আদনান জানান, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক কাজ করবে। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে এবার দুর্গাপূজা পালিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।