পিএসসির সদস্য রাবি অধ্যাপক প্রদীপ কুমারের পদত্যাগ

প্রকাশ | ১০ অক্টোবর ২০২৪, ০০:০০

রাবি প্রতিনিধি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে। মঙ্গলবার পিএসসির সচিব আবদুলস্নাহ আল মাসুদ চৌধুরীর কাছে এ পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে গত ১৯ই মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমার চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে পিএসসির নতুন সদস্য হিসাবে পাঁচ বছর মেয়াদে নিয়োগপ্রাপ্ত হন। কিন্তুু নিয়োগের ৭ মাস যেতে না যেতেই পদত্যাগ করলেন তিনি। ছাত্র-জনতার অভু্যত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে। গত কয়েকদিন ধরে পিএসসি সংস্কারের দাবি জানিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে জানান, 'আমি কালকে বিকালে পিএসসির সচিবের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।'